আমাদের কথা খুঁজে নিন

   

কল্যাণপুরে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

রাজধানীর কল্যাণপুরে ছাদ থেকে পড়ে সাদিয়া আকতার  নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

সাদিয়ার পালক মা শাহনাজ বেগম জানান, ৭ বছর আগে সাদিয়াকে তিনি রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে কুড়িয়ে পান। পরে তাকে নিজের মেয়ের মতো করেই লালন-পালন করেছেন। শাহনাজ বেগম বলেন, আজ সকালে কিভাবে সে ছাদ থেকে পড়ে গেল তা বলতে পারি না।

সকাল পৌনে ৭টার দিকে শাহনাজ বেগম ও তার তিন ছেলে সাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।    

শাহনাজ বেগম জানান, গত ৫ বছর আগে সাদিয়ার সঙ্গে তার এক ছেলের বিয়ে হয়।   

গত এক মাস ধরে এ পরিবারটি ১৬ নং কল্যাণপুর, মিরপুর রোডের বাসাটিতে আছেন। তাদের স্থায়ী ঠিকানা পলতাবাজার, সূত্রাপুর।

সাদিয়ার মরদেহ হাসপাতালে আনার পর শাহনাজ বেগম ও তার তিন ছেলের কথা সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।