আমাদের কথা খুঁজে নিন

   

কল্যাণপুরে অগ্নিকাণ্ড, আতঙ্কে পোশাক শ্রমিকরা

রোববার দুপুর ২টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ডের নিকটে কৃষ্ণচূড়া কমার্শিয়াল এরিয়ার একটি ভবনের দোতলার ফ্ল্যাটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে অগ্নিনির্বাপক বাহিনী।
এই আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়। ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আগুন দেখেই ওই ভবন লাগোয়া ১১ তলা ভবনের সিমকো গার্মেন্টসের প্রায় সব কর্মী আতঙ্কে রাস্তায় নেমে আসেন।
ফায়ার সার্ভিসের কর্মী মজিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ক্ষয়ক্ষতি তেমন হয়নি। কয়েকটি ওষুধের কার্টনে আগুন লাগলেও আমরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।