বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানিতে ডিপিডিসির পক্ষ থেকে ২৩ দশমিক ৫০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করা হয়।
বিদ্যুৎ বিতরণ সংস্থাটির প্রস্তাব পর্যালোচনা করে মূল্যায়ন কমিটি ৬ দশমিক ০৩ শতাংশ বৃদ্ধির বিষয়ে মত দেয়।
শুনানিতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা শামসুল আলম, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করেন।
বিইআরসি চেয়ারম্যান এ আর খান, সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন ও মাকসুদুল হক শুনানি গ্রহণ করছেন।
বাম সংগঠনগুলোর বিরোধিতার মধ্যেই মঙ্গলবার বিইআরসি এ বিষয়ে শুনানি শরু করে।
প্রথম দিন রাষ্ট্রায়ত্ত বিতরণ সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুতের দাম গড়ে ১৫ দশমিক ৫০ শতাংশ এবং ওয়েস্টজোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) গড়ে ৮ দশমিক ৫৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিলে বিইআরসির মূল্যায়ন কমিটি যথাক্রমে ৬ দশমিক ৬৬ শতাংশ ও ৭ দশমিক ৫১ শতাংশ বাড়ানোর পক্ষে মত দেয়।
বুধবার বিকালে ঢাকা বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ (ডেসকো) এবং বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) প্রস্তাবিত দামের ওপর গণশুনানি হবে। প্রস্তাবগুলোর বিষয়ে বিইআরসির মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী দেয়া হবে দাম বাড়ানোর ঘোষণা।
বর্তমানে এই পাঁচ কোম্পানি বিভিন্ন স্ল্যাবে গ্রাহকদের কাছ থেকে ২ টাকা ৫১ পয়সা থেকে ১১ টাকা ৮৫ পয়সা পর্যন্ত দাম রাখছে।
সর্বশেষ ২০১২ সালে সেপ্টেম্বরে খুচরা বিদ্যুতের দাম ১৫ শতাংশ এবং পাইকারির দাম ১৭ শতাংশ বাড়ানো হয়।
বিইআরসির এক সদস্য মঙ্গলবার নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সাংবাদিককে বলেন, “দাম বাড়ানোর সিদ্ধান্ত দিতে আমরা দেরি করব না। ১০ থেকে ১৫ মার্চের মধ্যে সিদ্ধান্ত দেয়া হবে। এবার গড়ে ৬ থেকে ১০ শতাংশ দাম বাড়তে পারে। ”
নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতাকর্মীরা বুধবার সকাল থেকেই বিইআরসি কার্যালয়ের বাইরে বিক্ষোভ-সমাবেশ করছেন।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানও এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।