আমাদের কথা খুঁজে নিন

   

কথকের ত্রয়ী নাট্য সম্ভার

কথক নাট্য সম্প্রদায় নাট্য চর্চার বত্রিশ বছর উপলক্ষ্যে আগামী ১৪-১৬ মার্চ পর্যন্ত তিনদিনব্যাপী থিয়েটার ইনষ্টিটিউট চট্টগ্রামে ‘ত্রয়ী নাট্য সম্ভার’ শিরোনামে উৎসবের আয়োজন করেছে। উৎসবে কথকের তিনটি প্রযোজনা যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি, নির্দেশনায় আহমেদ ইকবাল হায়দার, বঙ্কিম চট্টোপাধ্যায়ের মুচিরাম গুড়, নির্দেশনায় বিক্রম চৌধুরী এবং মলিয়রের অতি সাধারণ চিকিৎসক, নির্দেশনায় বিক্রম চৌধুরী নাটকগুলো মঞ্চস্থ হবে। নাটক ছাড়াও মুক্তমঞ্চে প্রতিদিন পথনাটক, মূকাভিনয়, আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশিত হবে। টিকেট প্রতিদিন হল কাউন্টারে পাওয়া যাবে।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।