আমাদের কথা খুঁজে নিন

   

কথকের তিনদিন ব্যাপী ‘ত্রয়ী নাট্যসম্ভার’


জাগো শক্তি, আনো মুক্তি, ফোটাও আলোর ফুল’ শিরোনামে চট্টগ্রামের গ্রুপ থিয়েটার নাট্য চর্চার অন্যতম শরীক দল ‘কথক নাট্য সম্প্রদায়’ গত ১৪ মার্চ থেকে ১৬ মার্চ থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘ত্রয়ী নাট্য সম্ভার’ শীর্ষক নাট্য আয়োজন করে। ১৪ মার্চ সন্ধ্যা ছ’টায় মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশ সম্পাদক সাংবাদিক ওসমান গনি মনসুর। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন থিয়েটার ইনস্টিটিউট পরিচালক আহমেদ ইকবাল হায়দার, নাট্যজন অলক ঘোষ, সভাপতিত্ব করেন নাট্যজন বিক্রম চৌধুরী। বক্তারা বলেন, স্বাধীনতা চলাকালীন সময়ে নাটক বাঙালিকে অনেক প্রেরণা যুগিয়েছে।

সে ধারাবাহিকতায় আজকের গ্রুপ থিয়েটার চর্চা চট্টগ্রামের সাংস্কৃতিক শিল্পের প্রশংসনীয় ভূমিকা রেখেছে। তারুণ্য আমাদের প্রেরণা ওরাই নানন্দিক চেতনার বিপ্লব ঘটাবে। আমরা তাদের সহায়ক শক্তি হিসেবে সব সময় সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেয়। নাট্য আন্দোলন আমাদের আগামীর নতুন পথ দেখাবে। কথকের ৩২ বছর নাট্য চর্চার আরো প্রসারিত হয়ে অনেক দূর এগিয়ে থাক সে প্রত্যাশা রইল।

মুক্তমঞ্চে উদ্বোধনী সংগীত পরিবেশন করে ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রাম এরপর নৃত্য পরিবেশন করে স্কুল অব ওরিয়েন্টাল ডান্স। মঞ্চে সন্ধ্যা সাতটায় নাটক পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত নাটক ‘শাস্তি’
১৫ মার্চ-মুক্ত মঞ্চে একক গান পরিবেশন করেন নন্দ দুলাল গোস্বামী ও নীল ময়ূরী চৌধুরী। নটরাজ পরিবেশন করে নৃত্য। মঞ্চে নাটক পরিবেশিত হয়। বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের নাটক মুচিরাম গুড়, নির্দেশনায় ছিলেন বিক্রম চৌধুরী।


১৬ মার্চ : মুক্তমঞ্চে মুকাভিনয় পরিবেশন করে প্যান্টেমাইন মুভমেন্ট, নৃত্য পরিবেশন করে ‘দি স্কুল অব ফোক ডান্স এবং কথক নৃত্য দল। মিলনায়তনে নাটক পরিবেশিত হয় মনিরের নাটক-অতি সাধারণ চিকিৎসক। রূপান্ত ও নির্দেশনায় :- বিক্রম চৌধুরী।
উল্লেখ্য কথক ১৯৮২ সালে ২২ ফেব্রুয়ারি তাদের নাট্য চর্চা শুরু করে ‘কঙ্কাল’ নাটকের মাধ্যমে এরিমধ্যে তারা ২৩টি প্রযোজনা মঞ্চে এনেছে। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।