সড়ক-মহাসড়কে ওবায়দুল কাদেরের তৎপরতার দিকে ইঙ্গিত করে বৃহস্পতিবার সংসদে বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনের সময় তিনি এই তুলনা করেন।
হাজি সেলিম বলেন, “একটা হিন্দি সিনেমা দেখেছিলাম-নায়ক। ওই সিনেমার নায়ক ছিল অনীল কাপুর। আমাদের মাননীয় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের অনীল কাপুরকে হার মানিয়েছেন। রাস্তাঘাটে যেখানেই যান উন্নয়ন করছেন।
”
বলিউডে ২০০১ সালে মুক্তি পাওয়া ‘নায়ক’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয়কারী অনীল কাপুর ঘটনাচক্রে একদিনের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান। ওই একদিনেই তাকে নানা স্থানে ঘুরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে দেখা যায়।
যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন সময়ে ওবায়দুল কাদের নানা স্থান পরিদর্শনে গিয়ে, কাজে গাফিলতি ও অসঙ্গতির জন্য দায়ী কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত, কারণ দর্শানোসহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছেন।
তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, “মন্ত্রীর কাজ লাফালাফি করা নয়। ”
সড়কে ওবায়দুল কাদের (ফাইল ছবি)
সংসদে বক্তব্যে হাজি সেলিম দেশের ‘অপরিণামদর্শী’ গ্যাস ব্যবহারের কথা উল্লেখ গ্যাস সংকটে দৈনন্দিন কাজের দুর্ভোগের চিত্র তুলে ধরেন।
“বেহিসাবি গ্যাস ব্যবহারের ফল হবে সোনার ডিমের জন্য হাঁস মেরে ফেলার মতো। অথচ রান্না করার গ্যাস গ্যাস থাকে না এখন। গৃহস্থালী ও প্রাতিষ্ঠানিক কাজে গ্যাস সংকট হচ্ছে। এ অপচয় রোধের ব্যবস্থা নিতে হবে।
”
স্পিকারের রুলিং চান ফরাজী
আরেক স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী ‘জাতীয় সংসদকে’ নির্দিষ্ট করে দেয়া শব্দেই ইংরেজিতে ডাকার বিষয়ে স্পিকারের রুলিং দাবি করেন।
তিনি বলেন, “সংবিধানের ৬৫ (১) অনুসারে দেশে একটি জাতীয় সংসদ থাকবে। ইরেজিতে এর পরিভাষা লেখা হয়েছে হাউস অব নেশন। একটি জায়গায় হাউস অব নেশন বলা হলেও সব জায়গায় বলা হচ্ছে ‘পার্লামেন্ট’।
“ইংরেজিতে দুটো শব্দ থাকতে পারে না।
এর জন্য সংশোধনী আনার প্রয়োজন আছে কিনা তা দেখতে হবে। এ বিষয়ে আপনার রুলিং দাবি করছি। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।