আমাদের কথা খুঁজে নিন

   

Optical Illusion... চোখ যখন অবিশ্বাস্য ।

“ চোখের ফাঁকি”... “Optical Illusion” এর থেকে ভাল অনুবাদ আমার জানা নেই... যা দুই একটা মনে পরে সেগুলো থেকে এটাই বেশি মিষ্টি মনে হল... যাই হোক... আসল কথায় বরং আসি... আসলে “Optical Illusion” জিনিসটার প্রতি আমার ছোট বেলা থেকেই কেন জানি আকর্ষণ ছিল... অদ্ভুত লাগে জিনিসটা !!! দেখছি ঠিকই... কিন্তু নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না... অবশ্য এইটার সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে ফাঁকি দেওয়া... মাঝে মাঝেই ওয়েবসাইট ঘাটি... বেশ কিছু মজার ইল্যুশন পেয়েও যাই... তেমন কিছুই আজকে সবার সাথে ভাগ করব... # এই ছবিতে কাল ডট কয়টি আছে??? গোনা যাবে কি? # ছবিটা দেখলে মনে হবে মাঝখানের ডোরাগুলো একটু চওড়া... কিন্তু লাইনগুলো কিন্তু সব সমান্তরাল... একটু ভাল করে দেখুন আরেকবার... # শুধু কি কিছু আকা বাকা লাইন দেখা যাচ্ছে ??? আরেকবার দেখুন... “E” উকি দিচ্ছে... # সাধারণ একটা হাতে তৈরি কার্টুন... কয়টা মুখ দেখতে পাচ্ছেন??? সর্বমোট ৩ টা আছে.... # সাইনবোর্ডটি পড়ুন তো... আবার পড়ুন... আর একবার... ভুলটা কি ধরতে পারলেন??? # কি দেখা যায়?? একটা মুখ ?? নাকি ইস্কিমো?? # কয়টা মুখ খুঁজে বের করতে পারবেন??? ১০-১১ ?? বেশীও থাকতে পারে... # দেখতে থাকুন । একসময় দেখবেন ভদ্রমহিলা তার রক্তিম চোখ দিয়ে আপনার দিকে তাকিয়ে ... এখন পর্যন্ত এগুলোই আমার ভাল লাগা কিছু ছবি ছিল... ইনশাল্লাহ বেচে থাকলে আর কিছু মজার বিষয় উপস্থাপন করার চেষ্টা করব... ভাল থাকবেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।