১.
ইনার নাম Carme Chacón । ইনি স্পেনের ১ম নারী প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ইনি একজন আইনজীবী এবং লেকচারারও বটে। ইনার এই ছবিটা প্রথম প্রকাশিত হয় এল পাইজ সাইটে। ইচ্ছে করলে উক্ত লিঙ্কে গিয়ে ইনার সম্পর্কিত আর্টিকেলটি দেখে আসতে পারেন।
এই চমত্কার ছবির মধ্যে আপনি কোন বিসাদৃশ্য লক্ষ্য করছেন কি? ভাল করে দেখুন তো পা দুটো কেমন উলট পালট হয়ে গেছে কিনা। ডান পা ক্রস করে এসেই বাম পা হয়ে গেল। A great photoshop fail.
আপনি জেনে অবাক হবেন যে এটা আসলে ফটোশপের কারসাজি নয়। ভাল করে দেখুনতো আসলে কি হয়েছে।
হিন্টসঃ বাম থাইয়ের উপর রাখা বাম হাতের জামার কাল অংশটা illusion তৈরি করেছে।
Solution:
-
-
-
-
-
-
-
-
-
-
বাম হাতের কাল অংশটা ফটোশপ দিয়ে মুছে দেয়াতে সহজেই বুঝতে পারছেন কি ঘটেছল।
২
এটা একটা পুরনো illusion. প্রথম দেখাতে মনে হবে মেয়েটা ক্লকওয়াইজ ঘুরছে। এবার মেয়েটার ছায়ার দিকে নজর দিন। কি মনে হছেঃ মেয়েটা এন্টিক্লকওয়াইজ ঘুরছে। ক্যমনে যে এইসব illusion বানায়!
অনেকেই এই ইল্যুশনটা ধরতে পারে না।
তাই তাদের জন্য নিচের ছবিটা
-
-
-
-
-
-
-
-
-
প্রথমে বাম পাশের ও মাঝের মেয়েটাকে দেখুন একই দিকে ঘুরছে। এখন ডানপাশের ও মাঝের মেয়েটাকে দেখুন। কেমনে কি?
৩.
এটা Justin Timberlake এর tunnel vision গানের পোস্টার। পোস্টারের কাটা অংশটায় জাস্টিনের মুখের ছবি দেয়া। আরেকটু খেয়াল করলে দেখবেন কাটা অংশটা একটা নারী দেহের আদলে তৈরি।
WOW! What a sexy girl!. জাস্টিনের নাকটার কি অভূতপূর্ব ব্যবহার। কত্ত বুদ্ধি কর্তা!
৪.
Julian beever এক অসাধারন 3D চক ড্রয়িং আর্টিস্ট। ঘুরে আসতে পারেন তার ওয়েবসাইটঃ জুলিয়ান বীভার
উপরের ছবিটা দেখুন । এক অতিকায় শামুক এগিয়ে আসছে সুন্দরীর দিকে। এটা গতানুগতিক স্ট্রিট ড্রয়িং না।
শামুকের মুখটা কিভাবে উপরে ঊঠে আছে দেখেছেন। ভাবুনতো কিভাবে করলো। না পারলে দেখুন নিচের ছবিঃ
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
শামুকের বাম পাশের শুড়টা কোন ড্রয়িং না, এটা রাস্তা পাশের একটা খুঁটি মাত্র। হেতারা পারেও।
৫.
ইনার মত সুন্দরী আমি খুব কমই দেখছি।
সাক্ষাত মাধুরী। ইনার আসল রুপটা দেখতে চান?ছবিটা কম্পুতে নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে সোজা করে দেখুন। নিচে আমি সোজা ছবিটা দিলামঃ
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
OMG! ইহা আমি কি দেখিলাম!
৬.
এটাও বেশ পুরনো একটা illusion. কতজন মানুষ আছে গুনুনঃ ১২ জন। কিছুক্ষন পর তাদের অবস্থান পরিবর্তনের পর আবার গুনুনঃ ১৩ জন! কিভাবে সম্ভব! বিস্তর গো+এষণার পর নিচের ওয়েবসাইটে এর সুন্দর একটা সমাধান পাওয়া গেল। Drag লেখাটা মাউস দিয়ে ধরে Arrow বরাবর drag করুন, দেখুন কিভাবে ১২ থেকে তের হয়।
এখানে ক্লিক করুন
এমন আরেকটি illusion:
সবগুলো মেয়েকেই উপরে নিচে দুজায়গাতেই পাবেন। তারপরও উপরে ১৪ জন, নিচে ১৫ জন।
দেখতে পারেন নিচেরটাওঃ
একটি বারকে rearrange করেই তৈরি হচ্ছে অসংখ্য খন্ড। নিউরনে অনুরনন বইয়ে আপনি এই পাজলটা পাবেন। এটা সমাধানের দায়িত্ব আপনার।
৭. নিচের বিছা পোকাটিকে দেখুনঃ
গায়ের কাঁটাগুলি দেখে আপনার গায়েও কি কাঁটা দিচ্ছে? ঘাবড়াও মাত, এখানে আসলে অনেকগুলি পাখি বসে আছে। নামটা বিদঘুটে Merops apiaster
কি সুন্দর, কি সুন্দর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।