আমাদের কথা খুঁজে নিন

   

টাকার জন্য বিকিনি বদল

টাকার জন্য মানুষ কী না করে। গায়ের শেষ বসনটুকুও খুলতে দ্বিধা করে না। সম্প্রতি এমনই এক কাজ করেছেন ভিক্টোরিয়া’স সিকরেটের নামকরা মডেল এঞ্জেলা মিরিন্ডা। বেশি টাকার লোভে ভিক্টোরিয়া বিকিনি ছেড়ে গায়ে জড়িয়েছেন ওয়ান্ডার ব্রা। দীর্ঘ দিনের কনট্র্যাক্ট ভেঙে বেরিয়ে গেছেন ভিক্টোরিয়ার অন্দর থেকে৷

জানা গেছে, প্রায় কুড়ি দশ বছরের চুক্তি ভেঙে এঞ্জেলা বেরিয়ে গেছেন ভিক্টোরিয়া’স সিকরেট থেকে৷ এজন্য বহু টাকা ফেরৎ দিতে হয়েছে এঞ্জেলকে৷ তবে বুদ্ধিমতি এঞ্জেল নিজের ট্যাকের টাকা খরচ না করে, পুরো টাকাটাই খরচ করিয়েছেন নতুন কোম্পানির মালিকের পকেট থেকে৷

এদিকে ওয়ান্ডারব্রা'র প্রথম ফটোশ্যুটে গিয়ে পোজ দেওয়ার সময় নাকি ভিক্টোরিয়া’স সিকরেট পোজই বার বার ক্যামেরার সামনে উঠে এসেছে তাঁর৷ ‘ওয়ান্ডারব্রা’ও দশ বছরের জন্য সাইন করিয়েছেন এই অষ্ট্রেলিয়ান সুন্দরীকে৷ এঞ্জেলার এই পদক্ষেপ, ভিক্টোরিয়া’স সিকরেটের বিকিকিনিতে প্রভাব ফেলবে বলেই মনে করছে ফ্যাশন মহল ৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.