ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় শত বছরের একটি বটগাছ কাটা নিয়ে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্
থানীয়রা জানান, ঘোপঘাট ঈদগা মাঠের সংস্কারের জন্য ঈদগা কমিটির সভাপতি মুরাদ হোসেন মিয়া প্রাচীন একটি বট গাছ কাটার প্রস্তুতি নেয়। বিষয়টি জানতে পেরে গ্রামের আকরাম হোসেন গাছটি না কাটার জন্য জেলা প্রশাসক, বন বিভাগসহ বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে জানান।
আজ শনিবার সকালে বটগাছটির বেশীর ভাগ অংশই কেটে ফেলা হয়।
বটগাছ কাটতে বাঁধা দিতে যায় আকরামসহ বেশ কিছু গ্রামবাসী। এসময় মুরাদ হোসেনের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায় আকরাম হোসেনের লোকজনের উপর। হামলায় আকরামের পক্ষের ১০ জন আহত হয়। তাদের মধ্যে দু জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সাথে বসে মিমাংসার চষ্টো চলছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান, দু পক্ষকেই আইন নিজের হাতে তুলে না নিতে সতর্ক করে দেয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।