আল্লাহ সর্বশক্তিমান
আমরা যারা ইন্টার নেট ব্যবহার করি তারা গুগল কে চিনি না বা এর পন্য ব্যবহার করি না এমন লোক খুজে পাওয়া মুশকিল।
আর আশ্বর্য জনক হলেও সত্য। ।
তো এখন আসল কথায় আসি,
আমি কৌতুহল বশত গুগলের ডোমেইন যেমন
google.com এর পরিবর্তে google.org
google.net সহ আরও বিভিন্ন টপ লেভেল এর ডোমেইন ব্রাউজিং করছি সব গুগলের হোম পেইজে নিয়ে যায়। ।
তখন মনে কৌতুহল জাগলো যে দেখি ফ্রি ডোমেইন দিয়ে গুগলের হোম পেজে নিয়ে যায় কিনা তাই আমি google.tk দিয়ে ব্রাউজ করলাম দেখি এটাও গুগলের হোম পেইজে নিয়ে গেলো। । এই রকম আরো ফ্রি ডোমেইন যেমনঃ Google.ml,
Google.cf, Google.cc
সব গুগলের হোম পেইজে নিয়ে যায়। ।
এখন আমি চিন্তা করতেছি গুগল কি সব ধরনের ডোমেইন কিনে নিছে নাকি সবাই গুগলরে ডোমেইন গিফট করছে।
ঠিক বুজে উঠতে পারলাম না। । । ।
_______________________________________
ফেসবুকে আমিঃ AL Sadik
আমার সাইটঃ http://www.saim.cf
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।