আমাদের কথা খুঁজে নিন

   

ইনোসেন্টের শরবত-১: হোয়াট ইজ দি বিগ আইডিয়া

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!
এ বুক এবাউট ইনোসেন্ট : অবতরণিকা



তিনব্রিটিশ যুবক তাদের ২৬ বছর বয়সে শুরু করে প্রাকৃতিক শরবতের ব্যবসা। আশির দশকের শেষর দিকে প্রেসক্লাবের উল্টাদিকে এমন একটা শরবতের দোকান ছির। সাবনুরিযান। অনেকটা সেই রকম।

তবে, ইনোসেন্ট ওয়ালারা তাদের স্মুথি বোতলজাত করেই বিক্রি করেন। নিজেরা তারা একটি বই লিখেচেন - এ বুক এবাউট ইনোসন্ট।
তথ্যপ্রযুক্তির বাইরে, অন্য বিষয়ের উদ্যোক্তাদের গল্প আমি আরো কয়েকটা পড়েছি। তবে, এমন পোড় খাওয়া এবং তীব্র লড়াই-এর গল্প আর পড়ি নাই।
আগের মত আমার পড়ার অভিজ্ঞতা আমি শেযার করছি আমার সাইটে।

সেখানে থেকে পড়ে নিতে পারেন অবতরনিকার পর প্রথম পর্ব

ইনোসেন্টের শরবত-১: হোয়াট ইজ দি বিগ আইডিয়া

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।