আমাদের কথা খুঁজে নিন

   

ইনোসেন্টের শরবত ৫: নো হোয়াট ইউ কেয়ার এবাউট

ইনোসেন্টের শরবত-৪ : বড় হওয়ার যন্ত্রণা


আমাদের তিন শরবতওয়ালা অনেকখানি এগিয়েছেন। শুরু দিকে একটা রুমেই সব করে ফেলতে পারতেন। কিন্তু টিম বড় হচ্ছে, সবাইকে সব কিছুতে রাখা যাচ্ছে না। তাহলে কোম্পানির মূল বিষয়টাতে কেমনে সবাই এক সুরে থাকবে?
আবার কাগজপত্র বানালে কি কর্পোরেট কর্পেরেট একটা ভাব এসে পড়বে? বড় মুশ্কিল!

যত মুস্কিল তত আসান কাজেই ওনারাও একটা পথ বের করে ফেললেন। করার সময় মাথায় রাখলেন ৫-এর তরিকা।



১. সবাই একটা বিষয় মনে রাখতে পারে (এভরিওয়ান ক্যান রিমেম্বার ওয়ান থিং)
২. যদি তারা সেটি না পারে, তাহলে তারা বোকা গর্দভ। (ইফ দে ক্যান্ট, দে আর ডুফাস),
৩. বেশিরভাগ লোক তিনটি বিষয় মনে করতে পারে। (মোস্ট পিপল ক্যান রিমেম্বার থ্রি থিং)
৪. এবং কেও ৫টির বেশি বিষয় মনে রাখতে পারে না (নো ওয়ান ক্যান রিমেম্বার মোর দ্যান ফাইভ)
৫. এই হল ৫-এর নিয়ম

৫-এর নিয়মটা তাদের আরো কাজকর্মে পাওয়া যাবে। এই ৫ মাথায় রেকে হয়ে গেল ওদের ইনোসেন্ট ভ্যালু।
তিন শরবতওয়ালাকে নিয়ে আমার ধারাবাহিক রচনার ৫ম পর্ব আজ প্রকাশ করেছি আমার ব্লগে।



সবার জীবন পাই-এর মত সুন্দর হোক।
 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।