আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদের বিরুদ্ধে বিএনএফ প্রধানের নালিশ

রোববার পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে স্পিকারের কাছে তার নির্বাচনী এলাকায় এরশাদের হস্তক্ষেপের বিষয়ে ‘প্রতিকার’ চান তিনি।

আবুল কালাম শুরুতেই বলেন, পয়েন্ট অব অর্ডারে উত্থাপন করা বিষয়টি সবার জন্য বেদনাদায়ক হবে।

“আমার নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের কোনো স্কুল সরকারি হবে কি হবে না, এটার বিষয়ে ওই আসনের সাবেক এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত, রংপুরের এমপি কোনো ডিও লেটার দিতে পারেন কি না, আমি জানতে চাই। আমি এর প্রতিকার চাই।”

দশম সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন নবগঠিত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের একমাত্র সাংসদ আজাদ।

এ আসনে নবম সংসদের সাংসদ ছিলেন জাপা চেয়ারম্যান এরশাদ। এবার এ আসনে মনোনয়ন দাখিল করলেও পরে তা প্রত্যাহার করে নেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।