আমাদের কথা খুঁজে নিন

   

রঙিন ঝলমলে চুল

তরুনরা ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে। আর তাই নিত্যনতুন জিনিস যোগ হয় তাদের ফ্যাশনের জগতে। পোশাক,জুতা,এক্সেসরিজ সবকিছুতেই চাই নতুনত্ব। ট্রেন্ডের এই যুগে চুলের ফ্যাশনও পিছিয়ে নেই। ফ্যাশনেবল এবং স্টাইলিশ লুকের জন্য ছেলে-মেয়ে উভয়েই চুলের গৎবাঁধা কালো রঙ থেকে সরে এসেছেন আজকাল।

একটু ভিন্ন লুক দিতে অনেকেই চুলে ব্যবহার করেন নানা রঙ।   

কিন্তু বেশীরভাগ সময়েই ঠিকমতো এবং ভালো কোন পার্লার থেকে এইসব চুলের রঙ করার কাজটি করা হয় না বলে বিপদে পড়েন অনেকেই। এছাড়া শুধু রঙ করে নিলেই তো আর সুন্দর চুল মিলবে না, চুলের জন্য চাই বাড়তি যত্ন। কারণ যে কোন ক্যামিকেল আপনার প্রানবন্ত চুলকে রুক্ষ করে দিতে পারে। তাই বাড়তি যত্ন না নিলে রঙ করা চুল নিয়ে সমস্যায় পরতে পারেন।

এ সময় কি ধরনের বাড়তি যত্ন নিবেন জেনে নিন:

 

কন্ডিশনার ব্যবহারে চুল প্রানবন্ত থাকে

চুল রঙ করুন আর নেই করুন শ্যাম্পুর পর অবশ্যই চুলে কন্ডিশনার ব্যাবহার করবেন। আর রঙ করা চুলে কন্ডিশনার বাধ্যতামূলক। তা না হলে চুল থেকে ময়েসচারাইজার চলে যেয়ে হয়ে পড়বে রুক্ষ। যে কোন নামি ব্র্যান্ডের কন্ডিশনার ব্যবহার করতে পারেন। মেয়োনেজ এবং মধু দিয়ে ঘরে বসে কন্ডিশনার তৈরি করে নিতে পারেন।

সমপরিমাণ মেয়োনেজ এবং মধু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কন্ডিশনারের মত ব্যবহার করে চুলকে রাখতে পারবেন সুন্দর। এছাড়া চায়ের পাতা সিদ্ধ করে ঠান্ডা করে সেই পানি চুলে দিতে পারেন।  

হেয়ার স্ট্রেইটনার থেকে দূরে থাকুন

চুল রঙ করার পর চুলের সব চাইতে বেশি ক্ষতি করে এইসকল হেয়ার স্টাইলিং জিনিসগুলো। চুলে স্ট্রেইটনার ব্যবহার করতে চুলে অনেক বেশি হিট লাগে। রঙ করা চুলের ফলিকল সাধারণত দুর্বল থাকে তখন হিট লাগেল চুল ভাঙার সমস্যা দেখা দিতে পারে।

 

নিয়মিত তেল ব্যবহার করুন

রঙ করার পরে চুলের ক্ষতিগ্রস্থ ফলিকল ঠিক করতে নিয়মিত চুলে তেল ব্যবহার করা উচিৎ। প্রতিদিন না পারলেও ১ দিন পরপর চুলে তেল লাগানো উচিৎ। ২০মিনিট চুলে তেল লাগিয়ে শ্যাম্পু করলেই চুলের স্বাভাবিক উজ্জলতা ফিরে আসবে।  

শ্যাম্পু ব্যবহারে সতর্ক থাকুন

বিশেষ ধরণের শ্যাম্পু পাওয়া যায় রঙ করা চুলের জন্য । সাধারন শ্যাম্পু ব্যাবহারে চুলের রঙ ধুয়ে চলে যায়।

বাজারে চুলের রঙের সুরক্ষায় বিশেষ ধরণের শ্যাম্পু পাওয়া যায়। এই ধরণের শ্যাম্পু সাধারন শ্যাম্পু থেকে আলাদা হয় যা চুলের রঙ ঠিক রেখে চুল পরিষ্কার করে।  

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।