আমাদের কথা খুঁজে নিন

   

কাওরানবাজারের কাঁচাবাজার মহাখালীতে সরিয়ে কি লাভ হবে ?

আলহাজ হুসেইন মুহাম্মদ এরশাদ বেশ কয়েকটি ডিসিসি মার্কেটের সাথে কাওরানবাজারের আধুনিকায়ন করেন । এটি এখন নগরীর হৃদপিন্ডে ব্লকের সৃষ্টি করেছে । রাজধানীর গুরুত্বপূর্ণ বানিজ্যিক এলাকা ও অফিস পাড়াটি এবং সংলগ্ন রাস্তাঘাট কাঁচা তরকারি , মাছ মাংসে বিতিকিচ্ছিরি রুপ পরিগ্রহন করেছে । তাই এটিকে স্থানান্তরের উদ্যোগ গ্রহন করা হয়েছে । কোথায় , মহাখালীতে ।

কলেরা হাসপাতালের কাছাকাছি বিশাল বিল্ডিং তৈরী হচ্ছে । মনে হয় এটি কয়েক তলা উঁচু হবে । পাশেই শহীদ তাজউদ্দিন সড়ক । এর উত্তরে মহাখালী বাস টার্মিনাল । শহীদ তাজউদ্দিন সড়ক ধরেই ঢাকার উত্তরের সাথে দক্ষিনের চলাচলের প্রধান রুট ।

কাওরানবাজারতো তাও কাজী নজরুল ইসলাম রোডের খানিকটা ভেতরে । এছাড়াও তিন দিকের রাস্তার সাথে এর সংযোগ রয়েছে। সংযোগ সড়কগুলোর সংখ্যাও অনেক এবং প্রশস্ততাও বেশ । তারপরও কি কঠিন অবস্থা । অথচ মহাখালীর নির্মানাধীন মার্কেটের সামনের রাস্তা ওই একটাই ।

যাতে কিনা এখনি বেশ ট্রাফিক জ্যাম লেগে থাকে । স্থানান্তরিত মার্কেটটি চালু হলে দশা যে কি হবে আল্লাহ মালুম । সুতরাং মূল্যবান জায়গা ব্যবহার করে আর বিপুল অর্থ ব্যয় করে এই স্থানান্তরটি ভাল ফলাফল বয়ে আনবে তা ভাবার কোন কারন নেই । বড় বড় সব পাইকারী কাঁচা বাজারগুলো অবশ্যই ঢাকার পেরিফেরি অথবা বাইরে কাছাকাছি দূরত্বে স্থানান্তর করতে হবে । ঢাকা মহানগরীর আর্টারির ব্লক অপসারনের সেটিই উত্তম হবে ।

এতে করে ব্যয়সাধ্য স্থানান্তর ফলপ্রসূ হতে পারে । ডিসিসিকে বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।