আমাদের কথা খুঁজে নিন

   

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ২০ সেনা নিহত

মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ছত্তিশগড়ের দান্তেওয়াদা জেলায় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় বলে পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

এ সময় আধাসামরিক বাহিনী (সিআরপিএফ) ও রাজ্য পুলিশের একটি যৌথ দলের ওপর হামলা চালায় মাওবাদীরা। স্থানীয় গণামধ্যমগুলোর খবরে বলা হয়েছে, যৌথবাহিনীর একটি ট্রাক বহরের ওপর হামলা চালায় মাওবাদী বিদ্রোহীরা।

এর আগের খবরে বন্দুকযুদ্ধে অব্যাহত থাকার কথা জানা গেলেও স্থানীয় পুলিশ কর্মকর্তা অরুণ দেব গৌতম বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ওই এলাকা থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সরিয়ে নেয়া হয়েছে।

এ পর্যন্ত পাঁচজন জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

দান্তেওয়াদার জেরাম উপত্যকার তঙ্গপালে হামলার ঘটনাটি ঘটেছে বলে সূত্রের দেয়া খবরে জানা গেছে। গত বছর এ জায়াগটিতে মাওবাদীদের এক চোরাগোপ্তা হামলায় রাজ্য কংগ্রেসের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।