আমাদের কথা খুঁজে নিন

   

‘বদলা নিতেই ছত্তিশগড়ে কংগ্রেস নেতা হত্যা’

তেলেগু ভাষায় লেখা চার পৃষ্ঠার এ বিবৃতিতে বলা হয়, মাওবাদীদের বিরুদ্ধে পুলিশের দীর্ঘদিনের অভিযানে কংগ্রেসের আঞ্চলিক নেতাদের ভূমিকা ছিল।
মাওবাদী-বিরোধী ‘সালওয়া জুদুম’ এবং ‘অপারেশন গ্রিন হান্ট’ এ কংগ্রেস নেতা মহেন্দ কর্মা এবং রাজ্য কংগ্রেসের সভাপতি নন্দকুমার প্যাটেলের ভূমিকা থাকায় তাদেরকে হত্যা করা হয়। কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মা, নন্দ কুমার প্যাটেল ও ভি সি শুক্লা হামলার প্রধান লক্ষ্য ছিলেন বলে বিবৃতিতে জানানো হয় এবং হামলায় কয়েকজন “নিরপরাধ” ব্যক্তি নিহত হওয়ায় দুঃখও প্রকাশ করা হয়।
গণমাধ্যমের কাছে এ বিবৃতি এবং একটি অডিও টেপ পাঠিয়ে মাওবাদীরা ঘটনার দায় স্বীকার করে। ছত্তিশগড়ের দণ্ডকারণ্য এলাকা থেকে মাওবাদীদের এক মুখপাত্র বিবৃতিটি পাঠান।

বিবৃতিতে পিপলস লিবারেশন গেরিলা আর্মির (পিএলজিএ) একটি অংশ হামলাটি চালিয়েছে বলে দাবি করা হয়। খবর ‘এনডিটিভি’ এবং ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র।
ভারি অস্ত্র সজ্জিত মাওবাদী গেরিলারা গত ২৫ মে ছত্তিশগড়ে কংগ্রেসের গাড়ির বহরে চোরাগোপ্তা হামলা চালিয়ে নেতা মহেন্দ কর্মা ও নন্দকুমার প্যাটেলসহ তার ছেলে দিনেশ, সাবেক এমএলএ উদয় মুদলিয়ারসহ ২৪ জনকে হত্যা করে।
সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ভিসি শুক্লাসহ আরো অনেকেই এ হামলায় আহত হন। ৮৪ বছর বয়সী শুক্লা এখন হাসাপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।


নিহত মাহেন্দ্র কর্মা ২০০৫ সালের জুনে মাওবাদীদের বিরুদ্ধে ‘সালওয়া জুদুম’ নামের একটি রক্ষীবাহিনী প্রতিষ্ঠা করেছিলেন বলে জানানো হয় মাওবাদীদের বিবৃতিতে। আর ২০০৯ সালে মাওবাদীদের বিরুদ্ধে শুরু হয়েছিল ভারতের আধা-সামরিক বাহিনীর অপারেশন গ্রিন হান্ট।
নন্দকুমার প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে মাওবাদীদের বিরুদ্ধে ‘অপারেশন গ্রিন হান্ট’ চালানোর অনুমতি দিয়েছিলেন। এ কারণেই তাকে হামলার লক্ষ্য করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
মহেন্দ্র কর্মাও এক সময় ছত্তিশগড়ের স্বরাষ্টমন্ত্রী ছিলেন।

২০০৫ সালে তার শুরু করা মাওবাদী বিরোধী “সালওয়া জুদুম’ আন্দোলন ছত্তিশগড়ের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী রমন সিংয়ের প্রশংসা কুড়িয়েছিল। আর তাই কর্মাকে তার ‘কৃতকর্মের শাস্তি’ পেতে হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে মাওবাদীরা। বিবৃতিতে শনিবারের হামলাকে ‘গণতন্ত্রের ওপর হামলা’ বলায় ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং বিজেপি প্রধান রাজানাথ সিংয়ের সমালোচনা করা হয়। ছত্তিশগড়ের “প্রাকৃতিক সম্পদ লুট করার” বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো বাতিলসহ মাওবাদীদের প্রধান সাতটি দাবিও পুনরোল্লেখ করা হয় এতে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.