আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে স্বস্তির জয়

বিস্ময়কর হলেও সত্যি, এ বছর ক্রিকেট দলের এটাই প্রথম জয়!

শুক্রবার একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪২ রান করে আমিরাত। জবাবে ৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

শূন্য রানে আউট হয়ে যান এনামুল হক।

তিন নম্বরে মুমিনুল হকের বদলে নামলেও সাকিব আল হাসান বেশিক্ষণ টিকতে পারেননি। প্রথম বলেই ‘জীবন’ পেলেও ইনিংসের তৃতীয় ওভারে বিদায় নেয়ার আগে ৯ রান করেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার।

তবে তৃতীয় উইকেটে অধিনায়ক মুশফিকের সঙ্গে চোট কাটিয়ে ফেরা তামিম ইকবালের ৫৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

কিন্তু ৭ রানের ব্যবধানে মুশফিক (২৭) ও তামিমের (৪৩) আউট এবং নাসির হোসেন ও মুমিনুলের দ্রুত বিদায় বাংলাদেশকে আবার চাপে ফেলে দেয়।

দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া নাসির ২৩ বলে করেন ১৫ রান।

ছয় নম্বরে নামা মুমিনুলের অবদান মাত্র ৪ রান।

ষোড়শ ওভারের শেষ বলে মুমিনুলের বিদায়ের সময় স্কোর ছিল ১১২/৬। অর্থাৎ তখন ২৪ বলে প্রয়োজন ৩১ রান।

মাহমুদুল্লাহ রিয়াদ (১৮ বলে অপরাজিত ২৯) ও ফরহাদ রেজার (৭ বলে অপরাজিত ১৪) ঝড়ো ব্যাটিংয়ে জয় পেতে সমস্যা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিকদের।

এর আগে দুই উদ্বোধনী ব্যাটসম্যান আমজাদ আলী (১৩ বলে ১৯) ও ফাইজান আসিফের (২৩ বলে ৩১) আক্রমণাত্মক ব্যাটিং ভালো সূচনা এনে দিয়েছিল মধ্যপ্রাচ্যের দলটিকে।



পঞ্চম ওভারে ৩২ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে গেলেও ৮ ওভার শেষে স্কোর ছিল ১ উইকেটে ৬৩ রান।

কিন্তু এরপর অধিনায়ক খুররাম খান (৩৫ বলে ৪৪) ছাড়া আর কেউ ভালো করতে না পারায় দেড় শ’ রানও করতে পারেনি আমিরাত।

নিজের প্রথম ওভারে ১৭ রান দিলেও দুই ওভারে ২৫ রানের বিনিময়ে ফরহাদ রেজার শিকার দুই উইকেট। একটি করে উইকেট আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ ও আল-আমিন হোসেনের।


সংক্ষিপ্ত স্কোর
:

সংযুক্ত আরব আমিরাত: ২০ ওভারে ১৪২/৭ (আমজাদ ১৯, ফাইজান ৩১, খুররাম ৪৪, পাতিল ২, আনওয়ার ১৯, জাভেদ ৬, রোহান ৬*, বিক্রান্ত ১১; ফরহাদ ২/২৫, রাজ্জাক ১/১৫, রুবেল ১/১৮, মাহমুদুল্লাহ ১/১৯, আল-আমিন ১/২৫)

বাংলাদেশ
: ১৮.৫ ওভারে ১৪৬/৬ (তামিম ৪৩, এনামুল ০, সাকিব ৯, মুশফিক ২৭, নাসির ১৫, মুমিনুল ৪, মাহমুদুল্লাহ ২৯*, ফরহাদ ১৪*; গুরুগে ২/২৫, খুররাম ১/৯, কামরান ১/২০, জাভেদ ১/২৫, রোহান ১/৩৬)।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।