আমাদের কথা খুঁজে নিন

   

স্বিদ্ধান্ত নিতে পারছি নাঃ ব্লগার বন্ধুদের সাহায্য চাই

সীমানার প্রাচীর টপকাতে হবে

Google বনাম IBM

এই বছর জানুয়ারীর কথা। ভাবলাম পড়াশুনা অনেক হল, এবার একটা ইন্টার্নের জন্য চেষ্টা করি। শুরু করলাম এপ্লিকেশন। দুইদিনের মাথায় Google আমাকে রিপ্লাই দিয়ে বলল তারা ফোনে আমার ইন্টারভিউ নিতে চায়। তো দিন ধার্য্য হল।

দুইজন ভদ্রলোক আমার ইন্টারভিউ নিলেন, প্রত্যেকে ৪৫ মিনিট করে। সত্যি বলতে কি আমি ইন্টারভিউ দিয়ে খুব সন্তুষ্ট ছিলাম না। এমনিতে আমার প্রথম ফোন ইন্টারভিউ। অনেক কিছুই গুবলেট করেছিলাম। Google এর আশা অনেকটা ছেড়েই দেই।



এর মধ্যে আমি আরও কিছু কোম্পানীতে এপ্লাই করি। বেশ কিছু ইন্টারভিউ কলও পাই। অবশেষে কিছুদিন আগে আমি IBM থেকে ইন্টার্নের অফার পাই - অফিস সুইজারল্যান্ডে। আমি ভিসার ব্যাপারে খোজ খবর নিচ্ছি। এমন সময় Google আমাকে জানালো, ওরা আমার আরেকটি ইন্টারভিউ নিতে চায়।

আগেরটা ছিল General ইন্টারভিউ। এবারেরটা হবে ইন্টার্ন প্রজেক্ট-কেন্দ্রিক ইন্টারভিউ। আমি খোজ নিয়ে দেখলাম দ্বিতীয় ইন্টারভিউ কল পাওয়া মানে ইন্টার্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশী (যদিও ১০০% নিশ্চিত না)।

সমস্যা হল Google এ ইন্টারভিউ দেয়ার পর ওরা যদি আমাকে সিলেক্টও করে, তাহলেও সব কিছু জানতে প্রায় তিন সপ্তাহ চলে যাবে। এইদিকে IBM এর জন্য আমাকে ভিসা প্রসেসিং শুরু করতে হবে।

Google এর জন্য অপেক্ষা করলে ভিসা প্রসেসিং অনেক দেরী হয়ে যাবে। IBM এর অফিস আমেরিকায় হলে অত চিন্তা করতাম না, কারন সেক্ষেত্রে ভিসার বিষয় ছিল না।

এই অবস্থায় কি করা উচিত?
১) IBM এর অফার নিয়ে নিব? আর Google কে না করে দিব?
২) রিস্ক নিয়ে Google এর জন্য অপেক্ষা করব?
৩) IBM এর ভিসা প্রসেসিং শুরু করে দিয়ে Google এর সাথে ইন্টারভিউ চালিয়ে যাব?
৪) অন্য কোন বুদ্ধি?

আমাকে প্লিজ একটু সাহায্য করুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।