আমাদের কথা খুঁজে নিন

   

কনসার্ট ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্থানীয় তারকাদের নিয়ে ক্রিকেট বোর্ড আয়োজন করেছিল এক জমকালো কনসার্টের। ওই কনসার্টে ঢল নেমেছিল হাজারো মানুষের। জেমস, মাইলস, এলআরবি, সোলসের গানের তালে তালে উন্মাতাল হয়ে পড়েছিল ক্রিকেটপাগল দর্শক। ১৪ বছর পর আবারও কনসার্টের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার কোনো প্রাপ্তির উৎসব করতে নয়।

আয়োজন করছে টি-২০ ক্রিকেট ঘিরে ক্রিকেটপ্রেমীদের মাঝে উন্মাদনা ছড়াতে। টেস্ট স্ট্যাটাসপ্রাপ্তির কনসার্টে ছিলেন স্থানীয় তারকারা। এবার স্থানীয় তারকারাও রয়েছেন। সঙ্গে রয়েছেন দুই বিশ্বখ্যাত ভারতীয় তারকা এ আর রহমান ও সিংহলিজ-আমেরিকান হিপ পপ গায়ক অ্যাকন। রয়েছেন ভারতের জাভেদ আলী, নীতি মুহান, উদিত নারায়ণ, শ্বেতা মণ্ডিত, আনন্দন শিবামণি, হরিপদ কৌরসহ আরও কয়েকজন।

১৮ কোটির টাকার কনসার্টে গান গাইবেন দেশবরেণ্য শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, মমতাজ, মাইলস, এলআরবি, জেমস, অর্ণব। ছয় ঘণ্টা স্থায়ী অনুষ্ঠানটি হবে বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

এ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায়। কাল সকাল থেকেই সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু ও মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের। এ ছাড়া সাজানো হচ্ছে স্টেডিয়াম।

স্টেডিয়ামের ভেতরে বসার জন্য প্রায় পাঁচ হাজার আসনের ব্যবস্থা করা হয়েছে। এসব আসনের ব্যবস্থা করা হয়েছে ভিভিআইপিদের জন্য। টিকিটের দাম সর্বোচ্চ ৭৫ হাজার এবং সর্বনিম্ন ২ হাজার টাকা।

কনসার্টে অংশ নিতে পরশু দুপুরে ঢাকায় আসেন এ আর রহমান। অস্কারজয়ী এই বিশ্বখ্যাত তারকা ঢাকায় এসে উঠেছেন ওয়েস্টিন হোটেলে।

ঢাকায় এসেই মঙ্গলবার রাতে গানের মহড়া দিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ছুটে যান তিনি।

'বিসিবি সেলিব্রেশন কনসার্ট' একান্তই ক্রিকেট বোর্ডের। অবশ্য ২০১১ সালে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল আইসিসির ইভেন্ট। তার বাজেট ছিল প্রায় ১০ কোটি টাকা, যাতে আইসিসি দিয়েছিল দেড় কোটি টাকা। বাকি টাকা দিয়েছিল সরকার।

এবারের বাজেট প্রায় ১৮ কোটি টাকা। পুরো টাকাই দেওয়ার কথা সরকারের। বিসিবির নামে অনুষ্ঠানটি হলেও পুরোপুরি তদারক করছে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে গান ছাড়াও আতশবাজি এবং লেজার শো হবে।

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।