গতকাল [বুধবার-১৪ অক্টোবর] সন্ধায় শেরাটন হোটেল এর উইন্টার গার্ডেন এ হয়ে গেল এই প্রোগ্রাম। ৬টার সময় ওখানে যেয়ে দেখি টিকেট হাতে নিয়ে [যার দাম ছিল ১০০০টাকা] কমপক্ষে ৩০০/৪০০ লোকের লাইন, আর লাইন ছাড়াও দাড়িয়ে আছে আরো শ'দুয়েক। যাই হোক ঘন্টাখানিক পর ভিতরে ঢুকলাম। আনুমানিক সোয়া ৭টার দিকে ড্রামার টিপু ভাইকে দেখতে পেলাম, সাথে বর্তমান লাইনআপের সবাই। শুরু হল গান।
তবে প্রথম গান টার পর বেশ কয়েক মিনিট সাউন্ড সমস্যার জন্য দর্শকদের বসে/দাড়িয়ে ঘামতে হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত রুমটিতে, যা পরবর্তীতেও কন্টিনিউ হয়েছে, মানে সাউন্ড সমস্যা আর অসহ্য গরম।
মিজান এর কয়েকটা গান হবার পর, কমল ভাই বালাম কে আহবান জানালেন, সাথে সাথে দর্শক সারি থেকে 'ভুয়া, ভুয়া........' আওয়াজ শুরু হল, এমনকি কমল ভাইকেও এতে বেশ বিব্রত হতে দেখা গেছে। অবশ্য বালাম বেশ ভালভাবেই উৎরে গেছেন। এমনকি সে লাষ্ট গানটা শেষ করেও এইভাবে, "যতদুরেই থাক ভুয়া তো তুমি, যতদুরেই থাকি ভুয়া তো আমি...."।
এরপর আসেন 'বেস-বাবা' সুমন ভাই, যে ভাবে তাকে দেখে অভ্যস্ত কালকে ঠিক সেরকম দেখা যায়নি বরং কালকে তাকে গম্ভীরতা বাদ দিয়ে খুবই দিলখোশ মেজাজে দেখা গেছে, আর দেখা গেছে চিরাচরিত ভাবে তার গিটারটা নিয়ে খেলা করতে।
উনি গাইলেন অসামাজিক অ্যালবাম থেকে প্রতিচ্ছবি গানটা।
এরপর আসলেন রাসেল ভাই, তিনি এসেই দুই পাশের বিশালাকৃতি-র স্ক্রিনে ইউনিয়ন লেখার আগে 'রি' যোগ করে দিলেন। তো তারপর বাবনা ভাই আসলেন, উনি গাইলেন সেই বিখ্যাত গান, 'যখন মেঘের চাদর টেনে..', এরপর শান্তির বর্নন অ্যালবাম থেকে গাইলেন ২টা গান, এসময় কিবোর্ডে ছিল রাসেল এর ভাই রোমেল।
যাই হোক, এরমাঝে মিজান এর কয়েকটা গান আর একটা ফাটাফাটি ইন্সট্রেমন্টাল হয়ে যায়।
ফাইনালি, ইয়েস ফাইনালি সন্জয় আসলে দর্শকদের চিৎকার, আনন্দে হল ভরে উঠে।
অনেকদিন পর সবাই সন্জয় কে দেখলাম। উনি ১টা ইংলিশ নাম্বার সহ সেই গানগুলি মানে বসে আছি, স্বাধীকার, একটি ছেলে, আশা ইত্যাদি গান গুলি গাইলেন...
আর আমরা বাড়ি ফিরলাম একরাশ আনন্দ নিয়ে, সেই রাতদুপুরে।
ধন্যবাদ ওয়ারফেজ কে [ সকল উদ্যোক্তদের কেও], এমন একটা সন্ধা উপহার দেবার জন্য। তবে সাউন্ড বিষয়ক জ্বালাতনের জন্য কিছুটা হলেও দোষ দেব যদিও উনারা বলবেন যে সাউন্ডএর দায় তো উনাদের না, কিন্তু উনাদের বোঝা উচিৎ ছিল এটা যেকোন ব্যান্ড এর শো নয়, ওয়ারফেজ এর শো। উনারা কেন সারাটা দিন এগুলি চেক করে দেখলেন না? আর বলবে সম্ভব হলে এরকম আর একটা ওপেন এয়ার শো করার জন্য, যেটার টিকেট মুল্য হতে পারে সর্বোচ্চ ১০০টাকা যাতে সমস্ত ওয়ারফেজ ভক্তসহ বর্তমান জেনারেশন এর সবাই সেটা উপভোগ করতে পারে।
অনেক ছবি তুলেছি, কাচা হাতে, তার ২/১টা দিলাম... বাকিগুলি থেকে পারলে পরে আরো দেয়া যাবে।
আবারো ধন্যবাদ ওয়ারফেজ কে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।