গত ১৩ই মে হোটেল শেরাটনের (বর্তমানে রূপসী বাংলা) উইনটার গার্ডেনে অনুষ্ঠিত হয় উইনিং এর রিইউনিয়ন কনসার্ট । নব্বই এর দশকের সাড়া জাগানো এই ব্যান্ড এর পরিবেশনা ছিল দেখার মত।
ব্যান্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশ বিদেশে থাকা ১০ জন সদস্য সবাই উপস্হিত ছিলেন। তারা গান শুরু করে তাদের এ্যালবাম "অচেনা শহর" এর গান "মনে পড়ে", "ইচ্ছে করে" থেকে। ৯০ এর দশকের সাড়া জাগানো গান "হৃদ্য় জুড়ে যত ভালোবাসা" শ্রোতাদের উম্মাতাল করে তোলে।
পরবর্তিতে "দূর পাহাড়ের ধারে", "সোনার মেয়ে" শ্রোতাদের মোহাবিষ্ট করে তোলে।
কী-বোর্ডে বিপ্লবের জাদুকরী হাতের ছোয়াঁ, মাহবুবের গাওয়া বব মার্লির "i wanna love you",চন্দনের সেই ভরাট কন্ঠ শ্রোতাদের নাড়া দিয়েছে। ড্রামসে ছিলো আমাদের প্রিয় টিপু ভাই, রঞ্জনের পরিবেশনার সময় তার কাজ ছিলো অসাধারণ। ব্যান্ডের সবচেয়ে সিনিয়র সদস্য বাবু গিটারে ঝড় তোলেন। রাসেল,শেলী, মোর্শেদ কোন অংশে কম ছিলেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।