আমাদের কথা খুঁজে নিন

   

আজানের সময় ইরানে বিমান উড্ডয়ন নিষিদ্ধ!!!!!!!!!!!!

আজানের সময় বিমান উড্ডয়ন নিষিদ্ধ করেছে ইরান। দেশটির পার্লামেন্টে আজ বুধবার এ-সংক্রান্ত এক নির্দেশনা অনুমোদন করা হয়। ইরানের পার্লামেন্টের সংস্কৃতিবিষয়ক কমিটির মুখপাত্র আলী তাহেরির বরাত দিয়ে দেশটির আধাসরকারি বার্তা সংস্থা মেহের জানায়, ‘নতুন নির্দেশনা অনুযায়ী আজানের সময় কোনো বিমান উড়তে পারবে না। ফজরের নামাজের সময় এ নির্দেশনা আরও গুরুত্বের সঙ্গে মানা হবে। তাহেরি আরও বলেন, বিমানবন্দর বা বিমান কোম্পানিগুলোতে কর্মরত নারীরা পর্দা রক্ষা করছেন কি না, তা-ও পর্যবেক্ষণ করা হবে।

ইরানের বিমান চলাচল সংস্থার প্রধান হামিদ রেজা পাহলেভানি বলেন, ফজরের নামাজের আধা ঘণ্টা পর বিমান উড্ডয়ন করতে পারবে। যাত্রীরা যাতে নামাজ পড়ে বিমানে উঠতে পারেন, সে জন্য এ ব্যবস্থা করা হয়েছে। ’ ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকেই শরিয়া আইন মানা হচ্ছে ইরানে। বিপ্লবের আদর্শ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ২০০৫ সালে মাহমুদ আহমাদিনেজাদ ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তখন থেকেই কট্টরপন্থীরা ধর্মীয় অনুশাসন কঠোরভাবে বাস্তবায়নের জন্য সরকারকে চাপ দিয়ে আসছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।