আমাদের কথা খুঁজে নিন

   

সহজেই কম সময়ে অনলাইনের মাধ্যমে মাসে 5-10 ডলার ইনকাম করুন . . গ্যারান্টিড !!!!! (**এক্সপার্টদের জন্য নয়**)

শুরুতেই বলে নেই পোস্টটা এক্সপার্টদের জন্য নয় বরং শুধু নতুনদের জন্য এবং যারা ভাল ভাল কাজ পারেন না তাদের জন্য । তাই কোন এক্সপার্ট ভাই ভুলে ঢুকে থাকলে ট্যাবটা ক্লোজ করে দিন ।
বর্তমানে আমরা সবাই প্রায় ইন্টারনেট ব্যবহার করি । কেউ কম কেউ বা বেশি । আর নতুন পুরানো সবারই প্রায় ইচ্ছা করে অনলাইনে আয় করতে কারণ আপনি যে কোন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটেই যান না কেন অনলাইন ইনকাম নিয়ে কিছু না কিছু পাবেন ।

তাই আজ অনলাইন ইনকাম নিয়ে ছোট্ট একটা পোস্ট করছি । আমি আগেই বলেছি পোস্টটা এক্সপার্টদের জন্য না তাই যারা অনেক পারেন তারা বাজে মন্তব্য করবেন না । আর আমার পোস্টটা PTC (Pay To Clcik) নিয়ে তাই যাদের এ ব্যাপারে কোন আগ্রহ নেই তারা কষ্ট করে না পড়লেও চলবে । তবে যাদের PTC তে ইচ্ছে আছে তারা অবশ্যই পড়বেন । আর যারা ইতিপূর্বে PTC তে ছিলেন বা পেমেন্ট পান নি তারা আমার সাথে এগিয়ে চলুন অবশ্যই পেমেন্ট পাবেন আমি গ্যারান্টি !!! চলুন তাহলে এগোই - -
প্রথমে জেনে নেই PTC কি ?
- PTC হচ্ছে Pay To Click অর্থাৎ আপনি Click করে টাকা উপার্জন করতে পারবেন ।

এখানে আপনাকে বিভিন্ন বিজ্ঞাপন/ওয়েবসাইট কিছু সময়ের জন্য ভিজিট করতে হবে । এছাড়া বর্তমানে কিছু অতিরিক্ত সুবিধাও থাকে ।
কোথায় কাজ করব ?
- PTC এর অনেক ওয়েবসাইট আছে তবে সব সাইট আপনাকে পেমেন্ট করবে না কারণ অধিকাংশই ফেইক বা ভুয়া । তবে আমি আজ আপনাকে যে ওয়েবসাইট দিব তা 100% পেমেন্ট করে এবং এটা 2008 সাল থেকে চলছে । তাই No চিন্তা Do ফুরতি
কেমন আয় হবে ?
- সাধারণত PTC সাইটে প্রতি Click এ আপনি .5-2c পর্যন্ত পাবেন ।

[100c = 1$]  কি আয় কম মনে হচ্ছে ? No চিন্তা Do ফুরতি আমি আছি তো । আমি তো বলেই দিয়েছি মাসে 5-10$ আরামে কামাবেন,শুধু সাথে থাকুন ।
কতক্ষণ কাজ করতে হবে?
- আপনি দিনে ২০ মিনিট সময় দিয়েই ভাল ইনকাম করতে পারবেন তবে ফাঁকি দেওয়া চলবে না ।
পেমেন্ট কিভাবে পাবো?
- এজন্য আপনাকে Paza/Paypal এ Account থাকতে হবে । আমি Payza এর জন্য Suggest করব কারণ এটা আমাদের দেশ Support করে ।


Payza তে Account এর জন্য ~ এখানে যান
কিভাবে Payza একাউন্ট খুলবেন তার জন্য ~ Click Here
এখন আমার পোস্ট এ ফিরে আসি । আমি যে PTC সাইট টা দেব তা একদম Trusted চাইলে Google সার্চ করে দেখতে পারেন ।
* সাইটটির নাম না হয় পরে বলব আগে একটু লক্ষ্য করুন কারণ পোস্টটা দিয়ে আপনার ধৈর্য্যের পরীক্ষা হবে *
** আগেই বলে রাখি কষ্ট না করলে কেউ আপনাকে টাকা দিবে না তাই ২/১ দিনের জন্য কেউ শুধু শুধু Join করবেন না । ইনকাম করতে হলে আপনাকে নিয়মিত সময় দিতে হবে এবং দীর্ঘদিন কাজ করার ধৈর্য্য থাকতে হবে, না হলে এক কানা কড়িও পাবেন না  **
রেজিস্টেশন না হয় পরে করবেন আগে দেখে নিন সত্যিই ইনকাম সম্ভব কিনা !!!
এখানে আপনি দৈনিক 20-60 টি এড পাবেন । গড়ে 35টি ।

প্রতি এডের মূল্য 0.1c মানে 35টি এড শেষে আপনার আয় .035$ । খুব কম তাই না ?? আসুন একটু হিসাব করি -
দৈনিক গড় আয় - 0.035$
মাসিক গড় আয় - 0.035 X 30 = 1.05$
এটাকেও খুব কমই বলা যায় তাই একটা সহজ উপায় বলব যাতে ইনকাম বেড়ে যাবে ।
আমি সমগ্র ইনকাম সময়টাকে 3 ভাগে ভাগ করব ।
(১) কঠোর পরিশ্রমী অধ্যায়
(২) পরিশ্রমী অধ্যায়
(৩) স্বল্প পরিশ্রমী অধ্যায়
(১) কঠোর পরিশ্রমী অধ্যায় :- প্রথম ২০-২৫ দিন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে মানে একটু বেশি সময় দিতে হবে । আমি শুরুতে বলেছি ২০ মিনিট সময় দিতে কিন্তু এই ৩০-৪৫ দিন ৪০-৪৫ মিনিট সময় দিতে চেষ্টা করুন ।

তালে আপনি দিনে ৩-৫ সেন্ট ইনকাম করতে পারবেন ।
দৈনিক গড় আয় - 0.03$
২০ দিন পর আয় - 0.60$
(২) পরিশ্রমী অধ্যায় :- এখন আপনি দৈনিক ৩০ মিনিট সময় দিন ।
এখন এই 0.60$ দিয়ে 3জন রেফারেল ভাড়া করুন যারা আপনার জন্য কাজ করবে । প্রতি রেফারেল 4টি এড পায় দিনে যার মূল্য 0.02$ । তার মানে
২১তম দিন থেকে দৈনিক গড় আয় - 0.02$ X 3 = 0.06$ + 0.035$ (নিজের)  = 0.095$
২১-৩০তম দিনে মোট আয় - 0.095$ X 10 = 0.95$ কিন্তু আপনি চাইলে 1$ হবে ।


এখন এই 1$ দিয়ে আরও ৫জন রেফারেল ভাড়া করুন যারা আপনার জন্য কাজ করবে ।
৩১তম দিন থেকে দৈনিক গড় আয় - 0.02$ X 8 = 0.016$ + 0.04$ (নিজের) [এখন আপনি ৪০টি এড এমনিতেই পাবেন মানে 0.04$]  = 0.20$
৩১-৪৫তম দিনে মোট আয় - 0.20$ X 15 = 3$
মাসিক আয় - 6$ কিন্তু আপনাকে রেফারেল টিকিয়ে রাখতে পরের মাসে তাদের টাকা দিতে হবে তাই সব খরচ বাদে ২ মাস পর থেকে মাসিক আয় ~  3-4$
(৩) স্বল্প পরিশ্রমী অধ্যায়:- এখন আপনাকে ১০-১৫মিনিট করে দিলেই হবে ।
২ মাস পর আপনার আয় মাসে 3-4$ কিন্তু আপনি এগুলো যদি তুলে ফেলেন তাহলে আবার কঠিন পরিশ্রমী অধ্যায়ে ফিরে যাবেন তাই এই 4$ দিয়ে আরও ২০ জন রেফারেল ভাড়া করুন ।
অর্থাৎ,
৬১তম দিন থেকে দৈনিক গড় আয় - 0.02$ X 28 = 0.56$ + 0.04$ = 0.60$
মাসিক আয় - 0.60$ X 30 = 18$ - 8$ (খরচ) = 10$
এখন আপনি 6-8$ তুলে ফেলুন বাকিটা দিয়ে আরও রেফারেল ভাড়া করুন যারা আপনার জন্য কাজ করবে । এভাবে আয় বাড়াতে থাকুন ।


****** রেজিস্ট্রেশন ******
বি. দ্র. - উপরের হিসাব অনুযায়ী ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে আমার রেফারেল হয়ে জয়েন করতে হবে না হলে আপনার আয় 50-60% কমে যাবে এবং পরিশ্রম 2-3গুণ বেড়ে যাবে ।
রেজিস্টেশন করতে - Email Me >> vhorershishir7@yahoo.com
সতর্কতা :-
(i)  Account খুলতে বা Login করতে বা Add দেখতে কখনই কোন VPN বা Online Proxy Server ব্যবহার করবেন না তবে ফ্রি নেট ইউজ করতে পারবেন ।
(ii) কখনই কোন VPN বা Online Proxy Server ব্যবহার করলে Account বাতিল হয়ে যাবে অথবা আপনি Payment পাবেন না ।
(iii) Random Proxy ব্যবহার করবেন না ।
(iv) রেজিস্ট্রেশন করতে Valid email Address ব্যবহার করবেন ।


***** Most Important Note - যারা আমার রেফারেল হয়ে জয়েন করবেন তাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ থাকবে এবং তারা উপরের হিসাবের চেয়েও বেশি আয় করতে পারবেন কারণ কিছু ট্রিক্স আমি শেয়ার করিনি ।
                                         - আমার রেফারেল হয়ে জয়েন করার পর আপনার Username আমাকে জানিয়ে নতুন ট্রিক্স নিতে পারবেন যাতে ইনকাম দ্বিগুণ হবে ।  
                                         - যোগাযোগ  vhorershishir7@yahoo.com (আপনি ঠিকমত কাজ করলে আপনার সকল বাড়তি ইনকামের দায়িত্ব আমার - গ্যারান্টিড !!!! )
~ যারা আমার রেফারেল হবেন তাদের স্বাগত জানাই ও সাথে পথ চলার শুভকামনা রইল । আর বাকিদের থেকে বিদায় . . . !!!

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।