পঞ্চগড় জেলার প্রায় সব নদীই নাব্যতা হারিয়ে বালুচরে পরিণত হয়েছে। এসব নদী পাড়ের কয়েক হাজার কৃষক মরা নদীর বালুচর চাষের উপযোগী করে রোপণ করেছেন ইরি-বোরো ধান। ছোট-বড় মিলিয়ে প্রায় ২২টি নদী দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়কে নানাভাবে সমৃদ্ধ করেছে। এই নদীগুলো বর্ষাকালে দুকূল প্লাবিত করে পলির সঙ্গে নিয়ে আসে নুড়ি পাথর। দেশি মিঠা পানির সুস্বাদু মাছ প্রায় সারা বছরই নদীগুলোতে পাওয়া যায়।
প্রাকৃতিক সৌন্দর্য আর পঞ্চগড়ের পরিবেশ উপভোগ্য করে তুলেছে পাহাড় থেকে নেমে আসা এই নদী। পাহাড়ের নিচে সমতল এই জেলাটি কৃষি ও প্রাকৃতিক সম্পদ পাথরে ভরা। পঞ্চগড় জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মহানন্দা, ডাহুক, তিরনই, রণচণ্ডি, বেরং, জোড়াপানি, সাঁও, করতোয়া, তালমা, চাওয়াই, পাঙ্গা, কুরুম, পাম, পাথরাজ, ঘোড়ামারা, মরাতিস্তা, আতরাই, ভুলি্ল, নাগর, সিংগিয়া, বহু, রসেয়ার উৎসমুখ ভারতে। ভারতীয় কর্তৃপক্ষ এসব নদীর উৎসমুখে বাঁধ, ব্যারাজ, স্লুইসগেট, জলাধার, ফিডার ক্যানেল ও রেগুলেটর নির্মাণ করে তাদের সেচ ও অন্যান্য কাজে পানির চাহিদা মেটাতে নদীগুলোর স্বাভাবিক গতিপথ আটকে দিয়েছে। ফলে এই নদীগুলো প্রাকৃতিক নাব্যতা হারিয়ে মৃতপ্রায়।
নদীর বুকে জেগে উঠেছে ধু-ধু বালুচর। নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। জেলার পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্টের পশ্চিম-উত্তর কোণে ভারত মহানন্দা নদীর ওপর বাঁধ নির্মাণ করায় এ জেলার অনেক নদীই মরে যাওয়ার অবস্থা। ভারত শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে যেমন জেলার নদ-নদী মরা নদীতে পরিণত করছে তেমনি বর্ষা মৌসুমে বাঁধের মুখ খুলে দিয়ে বন্যায় প্লাবিত করছে বিস্তীর্ণ এলাকা। পরিবেশবিদদের ধারণা, এ অবস্থা চলতে থাকলে পঞ্চগড়ের প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়বে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।