শনিবার ব্যালট ছিনতাইয়ের পর হলোখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখা হয় বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, সকাল ১১টার দিকে কয়েকজন লোক আকস্মিকভাবে ভোটকেন্দ্রে হামলা চালায়। এ সময় ৭ নম্বর বুথ ভাংচুর এবং ৩০০ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায় তারা।
এছাড়া ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্টদের বেধড়ক মারধর করা হয় জানিয়ে তিনি বলেন, এরপর নিরাপত্তার অভাবে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়।
নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় এক ঘণ্টা পর ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
নির্বাহী কর্মকর্তা (ফুলবাড়ী) শেখ বেলায়েত হোসেন বলেন, ভোটকেন্দ্রের পাশের বাজার থেকে ১০০ পাতার একটি ব্যালট বই উদ্ধার করা হয়।
ভাইস চেয়ারম্যান পদের ১০০টি ব্যালট পেপার উদ্ধার করা হলেও মহিলা ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান পদের ২০০ ব্যালট পেপার উদ্ধার করা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ভেরভেরী গ্রামের আমিনুল ও বাবলু বলেন, আনারস মার্কার সমর্থকরা আকস্মিকভাবে ভোট কেন্দ্র দখল এবং কেন্দ্রের পাশের বটতলা মোড়ে কাপ-পিরিচ মার্কার সমর্থকদের দোকানপাট ভাংচুর করে।
জাতীয় পার্টি সমর্থিত চৌধুরী শফিকুল ইসলাম আনারস প্রতীকে নির্বাচন করছেন। কাপ-পিরিচের প্রার্থী পনিরউদ্দিন আহমেদ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
সদর থানার এএসআই আনোয়ার হোসেন জানান, ঘটনার ৪০ মিনিট পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ফুলবাড়ী) শেখ বেলায়েত হোসেন নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।