সিনেটের প্রতিবেদন অনুযায়ী, ম্যাক কম্পিউটারের জন্য মাইক্রোসফট অফিসের সর্বশেষ সংষ্করণটি বাজারে এসেছিল তিন বছরেরও বেশি সময় আগে। হুবশেনের বক্তব্য অনুযায়ী, এই বছরের শেষ দিকেই বাজারে আসবে ম্যাকের জন্য অফিস স্যুটের নতুন সংস্করণ। জার্মানির হ্যানোভারে চলতি কম্পিউটার ট্রেডশো ‘সিবিট’-এ এক জার্মান সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেন তিনি।
তবে অফিন স্যুটের নতুন ম্যাক ভার্সন নিয়ে বিস্তারিত কিছু জানাননি হুবশেন। নতুন পণ্যটি সম্পর্কে আরও জানতে অপেক্ষা করতে হবে বছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত- জানিয়েছেন তিনি।
হুবশেনের ঘোষণার সত্যতাও নিশ্চিত করেছেন অপর এক মাইক্রোসফট মুখপাত্র।
ম্যাক কম্পিউটারের জন্য অফিস স্যুট তৈরিতে কাজ চলছে বলে নিশ্চিত করেছেন ওই মুখপাত্র। বাজারের আসার পর অফিস ৩৬৫ এর ব্যবহারকারীরা নতুন ভার্সন ব্যবহার করতে পারবেন বাড়তি কোনো খরচ ছাড়াই।
ম্যাকের জন্য অফিস সুটের বর্তমান ভার্সনটি বাজারে এসেছিল ২০১০ সালে। আর উইন্ডোজ কম্পিউটারের জন্য অফিস সুটের সর্বশেষ ভার্সনটি বাজারে এসেছিল ২০১৩ সালের জানুয়ারি মাসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।