রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসের সামনে থেকে ১৬ জন দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করেন র্যাব-২ এর সদস্যরা।
র্যাব-২-এর অপারেশন অফিসার রায়হান উদ্দিন খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পাসপোর্ট করতে আসা দেশের বিভিন্ন প্রান্তের লোকজনকে দ্রুত ও সহজে পাসপোর্ট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দালাল চক্র টাকা হাতিয়ে নিচ্ছিল। এ খবরের ভিত্তিতে এদের আটক করা হয়েছে।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের আদেশের ভিত্তিতে আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তাদের পাসপোর্ট অফিসের সামনে র্যাবের হেফাজতে আটকে রাখা হয়েছে।
পাসপোর্ট প্রত্যাশীদের হয়রানি ও প্রতারণা রোধে র্যাব এ অভিযান চালিয়েছে বলেও জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।