আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনের ফল বাতিলের দাবীতে দামুড়হুদায় আওয়ামী লীগের হরতাল

গত ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়া দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনের ফল বাতিল, পুনরায় ভোট গ্রহণ ও উপজেলা নির্বাহী অফিসারের অপসারণের দাবিতে আগামীকাল আধাবেলা হরতাল আহ্বান করেছে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ।

একই দাবীতে আজ বিকেলে বিক্ষোভ মিছিল করে দলটি।

দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম জানান, প্রশাসনের সহায়তায় নির্বাচনে ৬/৭টি কেন্দ্রে ভোট কারচুপির মাধ্যমে জামায়াত প্রার্থীদের বিজয়ী করা হয়েছে। আমরা ওই সকল কেন্দ্রের ভোট বাতিল করে পূনরায় নির্বাচন দাবী করছি। একই সঙ্গে সহকারি রিটার্ণিং অফিসার ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের অপসারণ দাবী করছি। এ দাবীতে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল আহ্বান করা হয়েছে।

প্রসঙ্গত, ১৫ মার্চ দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী নির্বাচিত হন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সকল প্রার্থী পরাজিত হন। 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.