গত ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়া দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনের ফল বাতিল, পুনরায় ভোট গ্রহণ ও উপজেলা নির্বাহী অফিসারের অপসারণের দাবিতে আগামীকাল আধাবেলা হরতাল আহ্বান করেছে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ।
একই দাবীতে আজ বিকেলে বিক্ষোভ মিছিল করে দলটি।
দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম জানান, প্রশাসনের সহায়তায় নির্বাচনে ৬/৭টি কেন্দ্রে ভোট কারচুপির মাধ্যমে জামায়াত প্রার্থীদের বিজয়ী করা হয়েছে। আমরা ওই সকল কেন্দ্রের ভোট বাতিল করে পূনরায় নির্বাচন দাবী করছি। একই সঙ্গে সহকারি রিটার্ণিং অফিসার ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের অপসারণ দাবী করছি। এ দাবীতে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল আহ্বান করা হয়েছে।
প্রসঙ্গত, ১৫ মার্চ দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী নির্বাচিত হন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সকল প্রার্থী পরাজিত হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।