দুর্ভোগের পর দুর্ভোগ পোহাতে হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্সকে। একদিকে তীব্র প্রতিযোগিতাসহ অন্যান্য কারণে আর্থিক ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছিল মালয়েশিয়ার বিমান সংস্থা মালয়েশিয়া এয়ারলাইন্স, তারওপর সম্প্রতি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ নিখোঁজ রহস্যের সঙ্গে সঙ্গে বড় অঙ্কের ক্ষতিপূরণ এবং যাত্রী কমে যাওয়ায় সংস্থাটিকে বড়সড় লোকসানের আশঙ্কায় দিন গুনতে হচ্ছে।
জানা যায়, বিমানটির যাত্রী ও পাইলট-ক্রুদের স্বজনদের সঙ্গে পাল্লা দিয়ে উদ্বেগ বাড়ছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের শেয়ারহোল্ডারদেরও। ক্ষতিগ্রস্তদের বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে গিয়ে এরই মধ্যে অর্থসংকটে ধুঁকতে থাকা বিমান সংস্থাটি আরো আর্থিক চাপের মুখে পড়তে পারে। বিভিন্ন রুটের যাত্রীদের মধ্যে বিমান সংস্থাটির বিষয়ে ভীতিও কাজ করতে পারে, যা কোম্পানির আয় কমিয়ে দেবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।