বিপুল লোকসানের মুখে দাঁড়িয়ে ব্ল্যাকবেরি। আর সেই বোঝা কমাতেই বিশ্ব জুড়ে ৪৫০০ কর্মী ছাঁটাই করছে সংস্থা। যা তাদের মোট কর্মী সংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি।
আগামী সপ্তাহেই ব্ল্যাকবেরি জুন থেকে আগস্টের আর্থিক ফলাফল প্রকাশ করতে চলেছে। সেখানে নিট লোকসানের অঙ্ক ৯৫ থেকে সাড়ে ৯৯ কোটি কম হবে না বলে আশঙ্কা জানিয়েছে সংস্থা।
সম্পদের মূল্য কমে যাওয়ার মতো কারণকেই এর জন্য দায়ী করেছে তারা। শুক্রবার ব্ল্যাকবেরির পক্ষ থেকে এই ইঙ্গিত দেয়ার পরেই সংস্থা গুটিয়ে যাওয়া নিয়ে নতুন করে আতঙ্কিত কর্মীরা। টরেন্টোর বাজারে সংস্থার নথিভুক্ত শেয়ার এক ঝটকায় পড়ে যায় ২৩.৭%। ন্যাসডাকে শেয়ার দর পড়েছে ১৭%।
অ্যাপলের আইফোন ও স্যামসাঙের গ্যালাক্সি ফোনের সঙ্গে মুখোমুখি প্রতিযোগিতায় বাজার ধরে রাখতে বেশ কিছু দিন ধরেই এঁটে উঠছিল না সংস্থা।
এই মুহূর্তেও আইফোনের আধুনিকতম মডেল আইফোন ৫এস-এর বাড়তি চাহিদা মেটাতে হিমসিম অ্যাপল। বৃটেন, আমেরিকার নামী-দামি বিপণিগুলিতে যখন আগ্রহী ক্রেতার লম্বা লাইন পড়ছে ফোনটি কেনার জন্য, না-পেয়ে হতাশও হচ্ছেন অনেকে, ঠিক তখনই অস্তিত্ব বিপন্ন ব্ল্যাকবেরির।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।