আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের হিংসায় জ্বলছেন ম্যারাডোনা

ম্যারাডোনার পায়ে বল মানেই প্রতিপক্ষ দিশেহারা। বিশেষ করে গোলরক্ষকদের আতঙ্কের শেষ থাকত না। অথচ সেই গোলরক্ষকই এখন ম্যারাডোনার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঠ ছেড়ে দেওয়াতে এ ভয় ফুটবল ঘিরে নয়। বিষয়টি প্রেমঘটিত! ২৩ বছর বয়সী রোসিও অলিভার সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন ম্যারাডোনা।

ভালোবাসা দিবসে বাগদানও সেরে ফেলেছিলেন তিনি। এখন আবার সুখের সংসারে ছড়িয়ে পড়েছে সন্দেহ। প্রেয়সীর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়ারের গোপন সম্পর্ক রয়েছে এমন সন্দেহে ম্যারাডোনা হিংসায় জ্বলছেন। রাগের মাথায় অলিভারের সঙ্গে সম্পর্ক শেষ করেছেন গ্রেট এ ফুটবলার। দুবাই থেকে একাই আর্জেন্টিয়ায় ফিরে গেছেন ম্যারাডোনার প্রেমিকা সিলভা।

যাকে নিয়ে এত কাণ্ড সেই ডি গিয়ার বলছেন, আমিতো এসবের কিছুই জানি না। ম্যারাডোনার প্রেমিকার সঙ্গে কখনো আমার দেখাও হয়নি।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.