আমাদের কথা খুঁজে নিন

   

২০১৪ টি২০ ওর্য়ান্ড কাপে নেই, ২০০৩ ওর্য়াল্ড কাপ সেমি ফাইনালিষ্ট কেনিয়া।

i love somewhere blog.

ইতিহাস হতে যানা যায় কেনিয়ায় সর্বপ্রথম ১৮৯৯ সালে ক্রিকেট খেলার আগমণ ঘটে, এবং ১৯৫১ সালে আর্ন্তজাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করে কেনিয়া, ১৯৫৩ সালে কেনিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠিত হয়, ১৯৬৬ সালে (কেনিয়া-তানজানিয়া-ওগান্ডা) একত্রিত ভাবে আই,সি,সি ক্রিকেটের সদস্য ভুক্ত হিসাবে সর্বপ্রথম যুক্ত হয়, ১৯৮০-৮১ সালে এই তিনটি দেশের যৌত সদস্যদের নিয়ে গঠিত ক্রিকেট টিম সর্বপ্রথম জিম্বাবুয়েতে আর্ন্তজাতিক সফরে যায়, পরবর্তীতে ১৯৮১ সালে কেনিয়া (কেনিয়া-তানজানিয়া-উগান্ড) ক্রিকেট যুক্ত ফ্রন্ট হতে বের হয়ে একক ভাবে ক্রেকেট দল গঠন করে। ১৯৮২ সালে সর্বপ্রথম কেনিয়া তাদের একক ভাবে গঠিত দল নিয়ে আই,সি,সি ক্রিকেট র্টুনামেন্টে অংশ নেয়। ১৯৮৬ সালের সেপ্টম্বর মাসে সর্বপ্রথম কেনিয়া পাকিন্তান-বি দলের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলে। ১৯৯৬ অনুষ্টতব্য ক্রিকেট ওর্য়ান্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করে কেনিয়া। বাংলাদেশের আগেই বিশ্বকাপ ক্রিকেট মুল পর্বে অংশ নেবার গৌরব অর্জন করে কেনিয়া, শুধু তায় নয় প্রথম বারের মত ক্রিকেট ওর্য়ান্ড কাপে অংশ নিয়ে তারা তখন ক্রিকেট পরা শক্তি ওয়েষ্ট ইন্ডিজকে হারায় তারা, বাংলাদেশের অনেক আগেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের জয় পায় শক্তিশালী টেষ্ট খেলুড়ে দেশ ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে।

অথচ বাংলাদেশ প্রথম অন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট জয় পায় ১৯৯৮ তাও এই কেনিয়ার বিপক্ষে। এই কেনিয়া ২০০৩ বাঘা বাঘা টেষ্ট খেলুড়ে দলগুলোকে টপকিয়ে বিশ্বকাপ সেমিফাইনাল পর্যন্ত পৌছে যায়, এটাই কেনিয়া ক্রিকেটের সর্বোচ্চ অর্জন। এই পর্যন্ত কেনিয়া ১৪৬ টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৯ টিতে জিতেছে এবং ১০২ টি হেরেছে, ৫ টি ম্যাচ টাই হয়। টি২০তে তারা ১৭ টি ম্যাচ খেলেছে তার মাঝে ৪টি জয় এবং ১৩ হেরেছে।

এক সময় এই কেনিয়াকে ভয় পেত বাংলাদেশ, কেনিয়ার ছিল বিশ্বের অন্যমত শক্তিশালী ক্রিকেটার ষ্টিভ টিকোলো আর মরিস ওদুম্বের মত র্দুদান্ত ক্রেকেটার।



কিন্তু দুঃখ জনক আর হতাশার ব্যাপার আজ আয়ারল্যান্ড, নেপাল, হংকং, লেদারল্যান আফগানিস্তানের মত দুর্বল নব্য ক্রেকেট দল এবারের টি২০ ওর্য়ান্ড কাপে অংশ নেবার গৌরব অর্জন করতে পারলেও কেনিয়ার মত পুরানো ক্রিকেট শক্তি অংশ নিতে পারেনি টি২০ ওর্য়ান্ডকাপ ২০১৪ এ। তবে কি কারণে কেনিয়া ক্রেকেটের এই রকম ভগ্ন আর রুগ্ন দশা তার সঠিক তথ্য এখনো স্পষ্ট কোথাও পাওয়া যায়নি। তবে ভাতে কষ্ট হয় আর অবাক লাগে এত দুদার্ন্ত আর শক্তিশালী একটি ক্রিকেট শক্তি টি২০টির মত সৌন্দর্যময় উত্তেজনাপূর্ণ ওর্য়ান্ড কাপ টুর্নামেন্টে নেই।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.