আমাদের কথা খুঁজে নিন

   

গুলিস্থানে দিনে-দুপুরে ককটেল ফাটিয়ে ছিনতাই

রাজধানীর গুলিস্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মো. পলাশ (৫৮) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বুধবার দুপুর পৌনে ১টার দিকে গুলিস্থান শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

এতে রামপুরার বনশ্রী এলাকার ব্যবসায়ী মো. পলাশ(৫৮) ও গুলিস্থানের গেঞ্জি ব্যবসায়ী মো. ফয়েজ নামে দুইজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ী মো. পলাশ জানান, তিনি মতিঝিলের আল আরাফা ইসলামী ব্যাংক থেকে ১ লাখ ২৬ হাজার টাকা তুলে ও ব্যাগে থাকা ১০ লাখ টাকার আরেকটি চেক নিয়ে পুরান ঢাকার নবাবপুরে যাচ্ছিলেন।

এ সময় গুলিস্থান শপিং কমপ্লেক্সের সামনে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি ককটেল এসে তার মাথায় লেগে বিস্ফোরিত হয়। এ সময় তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পলাশের ধারণা ব্যাংকে টাকা তোলার সময় থেকেই কেউ তাকে অনুসরণ করছিল।

পল্টন থানার সহকারী উপপরিদশক (এএসআই) হারুণ অর রশিদ পশালকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়। এ ঘটনায় গুলিস্থানের গেঞ্জি ব্যবসায়ী মো. ফয়েজও ককটেলের আঘাতে আহত হন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।