বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এই রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৭ আগস্ট নগরীর চান্দগাঁও থানার মধ্যম মোহরা ইসলাম কলোনীর সামনে উত্তম বিশ্বাসের বাসায় ভাড়া থাকতেন রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর গ্রামের গোরাঙ্গ দাশ। ওইদিন বেলা ১১টায় পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ঘরে প্রবেশ করে গোরাঙ্গ দাশের ২৫ বছর বয়সী বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেন প্রতিবেশী লিংকন দাশ। এ ঘটনায় ২০০৮ সালের ২৮ আগস্ট গোরাঙ্গ দাশ বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।
একই বছরের ২৪ অক্টোবর তদন্ত শেষে আসামি লিংকন দাশকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১০ সালের ৫ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মোট পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। আসামি লিংকন দাশ বর্তমানে পলাতক।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট চন্দন তালুকদার বলেন, আসামি লিংকন দাশের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।