আমাদের কথা খুঁজে নিন

   

৩৪তম বিসিএস লিখিত : বাংলা প্রথমপত্রের সাজেশন

[পূর্ব প্রকাশের পর]বাংলা সাহিত্য : প্রাচীন ও মধ্যযুগ২০.    ধর্ম মঙ্গল কাব্য সম্পর্কে সংক্ষেপে লিখুন। ২১.    রোমান্টিক কাব্য বলতে কী বোঝেন? কবির নাম সহ পাঁচটি রোমান্টিক কাব্যের নাম লিখুন। ২২.    কবি আলাওলের পরিচয় প্রদান করুন।  ২৩.    আরাকান রাজ সভায় বাংলা সাহিত্য চর্চার সংক্ষিপ্ত পরিচয় প্রদান করুন। ২৪.    লোক সাহিত্য কাকে বলে? এর প্রদান ধারা গুলোর নাম লিখুন।

২৫.    লোক সাহিত্য ও মরমী সাহিত্যের মধ্যে পার্থক্য কী?  লিখুন। ২৬.    ময়মনসিংহ গীতিকা সম্পর্কে লিখুন। ২৭.    পূর্ব বঙ্গ গীতিকা সম্পর্কে লিখুন। ২৮.    নাথ সাহিত্য কী? সে সম্পর্কে সম্পর্কে লিখুন। ২৯.    খনা কে? তার পরিচয় প্রদান করুন।

৩০.    চন্দ্রাবতীর পরিচয় প্রদান করুন। ৩১.    কবিওয়ালাদের সম্পর্কে সংক্ষেপে লিখুন। ৩২.    শায়েরদের সংক্ষিপ্ত পরিচয় দিন। আধুনিক যুগ১.    বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশিষ্ট্য গুলো লিখুন। ২.    ফোর্ট উইলিয়াম কলেজের পরিচয় প্রদান করুন।

৩.    বাংলা ভাষা ও সাহিত্যে কোন বিদেশির ভূমিকা সবচেয়ে বেশি? তার সম্পর্কে লিখুন। ৪.    শ্রীরামপুর মিশন সম্পর্কে সংক্ষেপে লিখুন। ৫.    ঈশ্বরচন্দ্র গুপ্তকে কেন যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়?৬.    বাংলা গীতি কবিতার ভোরের পাখি কে? তার সংক্ষিপ্ত পরিচয় প্রদান করুন। ৭.    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন?৮.    বিদ্যাসাগরের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর নাম লিখুন। ৯.    প্রভাবতী সম্বাষণ কী? সে সম্পর্কে লিখুন।

১০.    আধুনিক বাংলা কাব্যে মাইকেলের অবদান সমূহ লিখুন। ১১.    মহাকাব্য বলতে কী বোঝেন? মহাকাব্যের বৈশিষ্ট্য নির্ধারণ পূর্বক বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য মহাকাব্যগুলোর নাম লিখুন। ১২.    মেঘনাবধ কাব্যের পরিচয় দিন। ১৩.    মুসলিম গদ্য লেখক হিসেবে মীর মশাররফ হোসেনের অবদান লিখুন। ১৪.    কারবালার কাহিনী নিয়ে ইংরেজ আমলে কে গ্রন্থ রচনা করেন? লেখক ও গ্রন্থ সম্পর্কে লিখুন।

১৫.    মীর মশাররফ হোসেনের সাহিত্য কর্মের সংক্ষিপ্ত পরিচয় দিন। ১৬.    বঙ্কিমকে বাংলা উপন্যাসের জনক বলা হয়েছে কেন?১৭.    কপাল কুণ্ডলা উপন্যাস সম্পর্কে সংক্ষেপে লিখুন। ১৮.    বাংলার স্কট কে? কেন?১৯.    বাংলা সাহিত্যে অপরাজেয় কথাশিল্পী কে? তিনি কেন অপরাজেয় কথাশিল্পী হিসেবে পরিচিত?২০.    শ্রীকান্ত উপন্যাস সম্পর্কে সংক্ষেপে লিখুন। ২১.    ছোটগল্প কী? রবীন্দ  ছোটগল্পের বৈশিষ্ট্যগুলো লিখুন। ২২.    রবীন্দ্র ছোটগল্পের উল্লেখযোগ্য নারী চরিত্র গুলোর নাম লিখুন।

২৩.    রবীন্দ্র কাব্যের বৈশিষ্ট্য কী?২৪.    পূরবী কাব্য সম্পর্কে সংক্ষেপে লিখুন। ২৫.    গীতাঞ্জলি কাব্যের পরচয় দিন। ২৬.    শেষের কবিতা উপন্যাসটি সম্পর্কে সংক্ষেপে লিখুন। ২৭.    ‘নীলদর্পণ’ নাটকের সাহিত্যিক মূল্যের চেয়ে সামাজিক মূল্য বেশি। ” - মন্তব্যটির পক্ষে লিখুন।

২৮.    দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটকগুলোর পরিচয় দিন।     ২৯.    “বেগম রোকেয়াই বাংলা সাহিত্যে প্রথম নারীবাদী লেখক” কথাটি বুঝিয়ে দিন। ৩০.    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত?৩১    জসীমউদ্দীনের কাব্যে পল্লী প্রকৃতির যে রূপ ফুটে উঠেছে তার বর্ণনা দিন। ৩২.    “জসীমউদ্দীনের কবিতায় বিষয় কেবলই গ্রাম। ” - কেন?৩৩.    জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যের প্রধান চরিত্রগুলোর নাম লিখুন।

৩৪.    জসীমউদ্দীনের ‘নকসী কাঁথার মাঠ’ কাব্যের পরিচয় প্রদান করুন। ৩৫.    ফররুখ আহমদের কবিতার মূল প্রতিপাদ্য কী?৩৬.    বাংলা সাহিত্যে প্রথম মুসলিম মহাকবি কে? তাঁর মহাকাব্যটির পরিচয় দিন। ৩৭.    নজরুলের বিদ্রোহের নানা প্রান্ত উšে§াচন করুন। ৩৮.    নজরুল ইসলামকে কেন বিদ্রোহী কবি বলা হয়?৩৯.    নজরুল ইসলামের সাম্যবাদী দৃষ্টি ভঙ্গির পরিচয় প্রদান করুন। ৪০.    প্রমথ চৌধুরীকে কেন বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক বলা হয়?৪১.    বাংলা সাহিত্যে ‘বীরবল’ ছদ্মনামে পরিচিত কে? তাঁর পরিচয় প্রদান করুন।

৪২.    জীবনানন্দ দাশের কবিতার বিষয়বস্তু বা শিল্পমূল্য নির্ণয় করুন। ৪৩.    সনেট কী ও সনেটের বৈশিষ্ট্য?৪৪.    পঞ্চপাণ্ডব কারা? কেন তারা পঞ্চপাণ্ডব?৪৫.    কল্লোল যুগ বলতে কোন সময়কে বোঝানো হয়েছে। ৪৬.    অ্যাবসার্ড নাটক কী? বাংলাদেশের যে সব নাট্যকার অ্যাবসার্ড নাটক লিখেছেন তাদের নামোল্লেখ করুন। ৪৭.    ছন্দ কাকে বলে? বাংলা কবিতার ছন্দ কয়টি ও কী কী?৪৮.    অলংকার কাকে বলে? অলংকার কয়টি ও কী কী?৪৯.    রুবাই কী? এ সম্পর্কে লিখুন। ৫০.    রস কাকে বলে? বাংলা সাহিত্যে রস কয়টি ও কী কী?৫১.    দিগদর্শন পত্রিকার পরিচয় দিন।

৫২.    কল্লোল পত্রিকাটি সম্পর্কে লিখুন। [চলবে] 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.