আর চাকরি প্রার্থীরা এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে বলছেন, এমনিতেই চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়েনি, যদিও বেড়েছে অবসরের সীমা; ‘চাকরি জটের’ এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নেয়া যায় না।
জট শুধু ৩৪তম বিসিএসে নয়, প্রভাব পড়েছে পরবর্তী বিসিএসের বিজ্ঞপ্তি দেয়ার ক্ষেত্রেও। লিখিত পরীক্ষা জটিলতায় ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
অবশ্য ‘শিগগির’ ৩৪তম বিসিএসসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা যাবে- এমন আশা কমিশনের।
গত বছরের ৮ জুলাই কোটার ভিত্তিতে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল দেয়া হয়, এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।
এই ফলে মেধাবী অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে ১০ জুলাই থেকে আন্দোলন শুরু করেন ভুক্তভোগী চাকরিপ্রার্থীরা। কোটার বিরুদ্ধে অবস্থান নিয়ে ‘সাধারণ’ শিক্ষার্থীরাও ওই আন্দোলনে যোগ দেন।
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত ১৪ জুলাই ৩৪তম বিসিএসের পুনর্মূল্যায়িত ফল দেয়া হয়। এতে রেকর্ড সংখ্যক ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন।
আগের উত্তীর্ণ সবাইকে রেখেই পুনর্মূল্যায়িত ফল দেয়া হয়েছে বলে পিএসসি দাবি করলেও প্রথমবার উত্তীর্ণদের মধ্যে ২৮১জন আদিবাসী বাদ পড়েন।
এনিয়ে ‘বঞ্চিত’ আদিবাসীরা পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে লিখিত আবেদন করেন। বিভিন্ন কর্মসূচিও পালন করেন তারা।
এরপরেও তাদের উত্তীর্ণের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আগের ফলে উত্তীর্ণ ৫৯ জন আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া গত বছরের ২৮ জুলাই হাইকোর্টে রিট করেন।
প্রথম ফলে উত্তীর্ণ ২৮১ জনকে বাদ দিয়ে প্রকাশিত ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফল কেন অবৈধ ঘোষণা করা হবে না- সেই মর্মে রুল চাওয়া হয়।
এই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৩১ জুলাই এক আদেশে প্রথম ফলে উত্তীর্ণ ৫৯ রিটকারীসহ ২৮১ জনকে বাদ দিয়ে প্রকাশিত ফল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চায়।
এছাড়া পুনর্মূল্যায়িত ফলে আদিবাসী কোটায় আবেদনকারীদের বাদ দেয়ার কারণও জানতে চায় হাইকোর্ট।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদিবাসীদের মামলাটির শুনানি না হওয়ায় লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা যাচ্ছে না।
অবকাশকালীন ছুটির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “আদালতে আমাদের প্রতিবেদন দেয়া হয়েছে। ”
কবে নাগাদ শুনানি হতে পারে সে বিষয়ে কোনো ধারণা দিতে না পারলেও নেছারউদ্দিন আশা করছেন ‘শিগগিরই’ লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা যাবে।
পিএসসির কর্মকর্তারা জানান, আদিবাসীদের রিটের পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর আদালতকে অবহিত করেছে কমিশন।
কিন্তু আদালত থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা না পাওয়ায় গত ২৮ অক্টোবর আবারও চিঠি দেয়া হয়েছে।
এর আগে প্রিলিমিনারির ফল দেয়ার ৬৭দিন পরে ৩৩তম এবং ৭৯ দিন পর ৩২তম বিসিএসের লিখিত পরীক্ষা নেয়া হয়। অন্য বিসিএসের লিখিত পরীক্ষাও প্রিলিমিনারির ফল প্রকাশের দুই থেকে তিন মাসের মধ্যেই নেয়া হয়েছে।
পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, পাঁচ শতাংশ কোটায় প্রথমবার সর্বনিম্ন যে নম্বর (কাট নম্বর) রেখে ফল দেয়া হয়েছিল তাতে ৫৩২ জন আদিবাসী উত্তীর্ণ হন। কিন্তু দ্বিতীয়বার পুর্নমূল্যায়িত ফলে যে ‘কাট নম্বর’ রাখা হয়েছে তাতে ২৮১ জন আদিবাসী বাদ পড়েন।
তিনি বলেন, বাদপড়া ২৮১ জন আদিবাসীকে পুর্নমূল্যায়িত ফলে রাখতে গেলে ‘কাট নম্বরের’ ভিত্তিতে ৮০ হাজার ২৭ প্রার্থীকে উত্তীর্ণ করতে হতো। কিন্তু দুই হাজার ৫২টি পদের বিপরীতে যা অবাস্তব।
দীর্ঘ দিনেও ৩৪তম বিসিএসরে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেন এই পরীক্ষার প্রিলিমিনারিতে উত্তীর্ণ রফিকুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মামলা থাকলে তা মোকাবেলা করবে পিএসসি। এটা তো আমাদের দেখার বিষয় নয়।
আমরা তাড়াতাড়ি পরীক্ষা দিতে চাই। ”
জানুয়ারি মাসে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি না পেয়ে চরম হতাশা প্রকাশ করেছেন আরেক সরকারি চাকরিপ্রার্থী রবিউল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, এই বছরের ২০ জানুয়ারি সরকারি চাকরিতে আবেদনের বয়স তার শেষ হয়ে গেছে।
২০১১ সালের ১৯ ডিসেম্বর মন্ত্রিসভার অনুমোদন নিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের চাকরির বয়স ৫৭ থেকে ৫৯ বছর করা হয়। তবে অধ্যাদেশ জারির কারণে তা ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুস সোহবান সিকদার সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোনো চিন্তা-ভাবনা আপাতত সরকারের নেই।
এসব বিষয়ে যোগাযোগ করা হলে পিএসসির চেয়ারম্যান ইকরাম আহেমদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
অবশ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুস সোহবান সিকদার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ৩৫তম বিসিএসের জন্য বিভিন্ন ক্যাডারে এক হাজার ১৪৯টি পদ অনুমোদন দেয়া হয়েছে, শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।