আমেরিকার ২৯ অঙ্গরাজ্যের তিন লাখের বেশি নাগরিক দেশটি থেকে বের হয়ে যাওয়ার দাবি সংবলিত আবেদনপত্রে স্বাক্ষর করেছে।
আবেদনে মার্কিন স্বাধীনতার ঘোষণাপত্রের বরাত দেয়া হয়েছে। এ সব আবেদনকারী শান্তিপূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে যাওয়ার অধিকার দেয়ার দাবি করেছে। আর তাদের দাবি মানা না হলে এ প্রশ্নে গণভোট আয়োজনে আহ্বান জানিয়েছে।
আবেদনে স্বাক্ষরকারীরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অর্থনৈতিক সংস্কার অকার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। এছাড়া, মার্কিন সরকার গত দু’বছর ধরে নাগরিকদের স্বাধীনতা ভোগের অধিকারকে বিনষ্ট করেছে।
গত সোমবারের মধ্যেই ৭০ হাজার টেক্সাসবাসী হোয়াইট হাউজের ওয়েব সাইটে তাদের দাবি জানিয়ে স্বাক্ষর করেছেন। ২৯টি অঙ্গরাজ্যের স্বাক্ষরকারীদের মধ্যে রিপাবলিকান দলের সমথর্করাও আছেন বলে জানা গেছে।# তথ্যসূত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।