রোববার ভোটগ্রহণ শেষে প্রায় অর্ধেকের বেশি গণনায় ৯৫ দশমিক ৫ শতাংশ ক্রিমিয়ার ভোটাররা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।
এই ফলের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রিমিয়ার জনগণের আকাঙ্ক্ষার প্রতি তিনি সম্মান জানাবেন।
এর আগে বুথফেরত জরিপেও একই আভাস পাওয়া গিয়েছিল। বার্তা সংস্থা রিয়া বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করে জানায়, ক্রিমিয়ার ৯৩ শতাংশ ভোটারই রাশিয়ায় যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন।
এই ভোটে ভোটারের এ উপস্থিতি রেকর্ড ছাড়িয়ে গেছে।
ক্রিমিয়ায় যোগ্য ভোটারের সংখ্যা ১৫ লাখ।
ভোটে ব্যালট পেপারে দুটো প্রশ্ন রাখা হয়, প্রথমত, ক্রিমিয়া রাশিয়ায় যোগ দেবে কিনা। দ্বিতীয়ত, ইউক্রেইনের ১৯৯২ সালের সংবিধানে ফিরে যাওয়া উচিত কিনা। যে সংবিধান অনুযায়ী ক্রিমিয়া আরো বেশি স্বায়ত্তশাসন পাবে।
অঞ্চলটির জাতিগত রুশ জনগোষ্ঠী ৫৮ দশমিক ৫ শতাংশ।
তাদের বেশিরভাগই রাশিয়ায় যোগদানের পক্ষে ভোট দেবে বলে ধারণা ছিল।
যুক্তরাষ্ট্রসহ তার মিত্ররা এই গণভোটকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছে। তাদের আপত্তি উপেক্ষা করেই হয় এ গণভোট।
অন্যদিকে, রাশিয়া বলছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা অনুযায়ী, এ গণভোট সম্পূর্ণ বৈধ।
শনিবার এ গণভোটকে অবৈধ ঘোষণা করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।