আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটীও উত্তেজনার আড়ালে কতটা মনঃকষ্ট লুকিয়ে আছে?

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

পোস্টগুলো এখনো চোখের সামনে ঝুলছে।

কেউ বলছে মাহমুদুল্লাহ নাকি উমুকের ভায়রা, তাই তাকে চান্স দেয়া হয়। জিয়াউলের অযোগ্যতা বোধহয় তার নামে।

ফরহাদ রেজা, মমিনুলের মত খেলোয়ার বাদ পরে।

এ নতুন কিছু নয়।

বছরের বছরের পর ধরে এই চলে আসছে। আচ্ছা, ক্রিকেটের মত একটা খেলাতেও এমন স্বজন-প্রীতির নোংরামী করতেই হবে? সেই ক্রিকেট যেখানে কোন দল মত নেই। আবাল-বৃদ্ধ-বনিতা সবার মাঝেই ক্রকেটের উত্তেজনা, এমনকি রাস্তার টোকাই ছেলেটিও কোন দোকানের সামনে দাঁড়িয়ে খেলা দেখে। সেইখানে নির্বাচকদের এই ভূমিকা!!

কিছুদিন আগেও সাকিব-আল-হাসানকে লঘু পাপে গুরু দন্ড দেখালাম আমরা, তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে দেয়া হল। অবস্থা এমন যেন তারা নিষিদ্ধ বা খেলা থেকে বাদ দেয়ার জন্য মুখিয়ে আছে।



ভাবতে খুব ইচ্ছা করে, যারা এসব আচরণ শিকার হচ্ছে, সেই খেলোয়ারদের মনের অবস্থা কি দাঁড়ায়? আমরা ব্যাপক আনন্দ আর উত্তেজনা নিয়ে খেলা দেখছি, মনঃপূত না হলে আবার দু-চারটা গালিও দিচ্ছি। কিন্তু যোগ্যতা থাকার পরও বাদ পরে যাওয়া সেই খেলোয়াররা কতটা মনঃকষ্ট আর হীনমন্যতা নিয়ে পরে থাকে একবার কি ভেবে দেখেছেন কেউ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.