বৃহস্পতিবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রামভিত্তিক একটি ইন্টারনেট নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে এ সমালোচনা করেন তিনি।
সদ্য সমাপ্ত তৃতীয় পর্বের উপজেলা নির্বাচন নিয়ে পরিবেশিত সংবাদ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি হওয়া উপজেলা নির্বাচনে পাঁচ হাজার কেন্দ্রের মধ্যে ১০ থেকে ১০০টি কেন্দ্রে সিল মারার অভিযোগ থাকতে পারে। কিন্তু অনেক গণমাধ্যমে শিরোনাম করা হয়েছে সব কেন্দ্রে সিল মারা হয়েছে।
তিনি বলেন, আপনারাতো বলতে পারতেন কিছু কেন্দ্রে ত্রুটি-বিচ্যুতি হলেও পাঁচ হাজার কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে।
“যদি দুই-তিন হাজার কেন্দ্রে সিল মারা হতো তাহলে আমিও বলতাম সিল মারা হয়েছে। ”
বর্তমান সরকারের আমলে গণমাধ্যমের সংখ্যা বেড়েছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, “গণমাধ্যমকে সংকুচিত করার কোন ইচ্ছা গণমাধ্যমের নেই।
“তবে আমার দেশ পত্রিকার ছাপাখানা বন্ধ এবং দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করেছে সরকার বাধ্য হয়ে।
হস্তক্ষেপ নয়, বরং মিথ্যাচার, গুজব ও উস্কানি থেকে দেশকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি করেন ইনু।
সিটিজি নিউজ ডটকম নামে চট্টগ্রামভিত্তিক এই নিউজ পোর্টালের উদ্বোধন করেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মঈনুদ্দীন খান বাদল।
সিটিজি নিউজের সম্পাদক শোয়েব কবিরের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ও পোর্ট সিটি ইউনিভার্সিটির উপাচার্য ড. নুরুল আনোয়ার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।