কয়েকদিন আগে, বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম একটা কাজে। সাধারনত বসুন্ধরায় গেলে ওয়ালটনের শো-রুমে যাওয়া হয়’ই। তো, গিয়ে দেখলাম, বেশ কিছু নতুন মডেলের স্মার্টফোন এসেছে। দাম, ডিজাইন, স্পেশিফিক্যাশন্স দেখে ওয়ালটন প্রিমো এন মডেলের হ্যান্ডসেটটি(ফ্যাবলেট বলা যায়) বেশ ভালোই লেগেছে। মানে মোটের উপর, সেটটা দেখতে বেশ স্মার্ট এবং দাম অনুযায়ী স্পেসিফিক্যাশন্স ভালোই।
চলুন, একপলকে এই সেটটির স্পেসিফিক্যাশন্স এবং দাম দেখে নেয়া যাক...
- Photo viewer/editor
- Voice memo/dial
- Predictive text input
Price 12190 BDT
৫.৫ ইঞ্চি ডিস্প্লে ( TFT Capacitive touchscreen , FWVGA (480x854) pixels, ~178 ppi, multi-touch supported) এবং ৯.৬মিলিমিটার(157.8 x 79.7 x 9.6 mm) পুরুত্তের এই সেটটি প্রথম দর্শণেই যে কারো দৃষ্টি কারতে বেশ ভালোই মানানসই বলা যায়। পুরোটা প্লাস্টিকের বডির এই সেটটির সামনে নিচের দিকে ব্যাক, হোম, এবং মেনু বাটন রয়েছে। আর ডিস্প্লের উপরে কয়েকটা সেন্সর দৃশ্যমান। পিছনের অংশ, অর্থাৎ ব্যাক-পার্টে রাবারের আবরন থাকায় সেটটি হাতে নিতে বিরক্তিবোধ হয়না, হাত ঘামে না দেখলাম, মোটামুটি ১ঘন্টা সেটটি হাতে ছিলো, একটুও ঘামায়নি।
৯.৬মিলিমিটার পুরুত্তের হলেও সেটটির সাইজ অনুযায়ী বেশ স্লীমই লাগে দেখতে।
সেটটির পিছন দিকে উপরে সেন্টার পজিশনে ক্যামেরা এবং ফ্ল্যাশ দেয়া হয়েছে, আর নিচের দিকে বেশ ভালো জায়গা নিয়ে স্পিকার দেয়া হয়েছে। স্পিকারের ঠিক উপরেই Primo N লেখা, যা মোটেও দৃষ্টিকটু নয়। সেটটির ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেয়া হয়েছে। অর্থাৎ, বামদিক পুরো plain’ই বলা যায়।
সেটটির উপরে বামদিকে চার্জিং পোর্ট দেয়া হয়েছে, আর একই পাশে নিচের দিকে ৩.৫মিলিমিটারের ইয়ারফোন পোর্ট।
সেটটি গেইমারদের জন্য ভালোই বলা যায়, কারন সেটটিতে দেয়া হয়েছে ১জিবি RAM, ৪জিবি ROM, extra storage (up to 32GB) support, এবং কোয়াড-কোর প্রসেসর(১.২ গিগাহার্জ কর্টেক্স এ৭)। সেটটিতে মিডিয়াটেকের MT6589T মডেলের চিপসেট আর PowerVR’এর SGX 544 মডেলের জিপিইউ ব্যাবহার করা হয়েছে। আমার সাথে Walton Primo G1 মডেলের হ্যান্ডসেটটি ছিলো, যেটা আমি ইউজ করছি, সেখানে বেশ কিছু গেইম, NFS Most Wanted, Asphalt 8, Death Dome, Dead Trigger, The Amazing Spaider-Man, Temple Run 2 ছিলো...Anyshare এপ্লিক্যাশনটি দিয়ে Primo N এ ট্রান্সফার করে গেইমগুলো ২/৩ মিনিট করে খেলে দেখলাম, ফলাফল, একটা গেইমও সামান্য একটুও ল্যাগ করেনি।
সেটটির ডিস্প্লের ব্যাপারে এরই ভেতর মোটামুটি তথ্য দেয়া হয়েছে, সমস্যা বলতে, ডিস্প্লে সাইজ অনুযায়ী পিপিআই কম লেগেছে একেবারেই খুব বেশি, চোখে পরার মতো। তাছাড়া, বড় ডিস্প্লে ছাড়া যাদের চলেবেই না, বিশেষ করে গেইমাররা, কিন্তু বাজেট কম, তাদের জন্য বিষয়টি খুব সমস্যাদায়ক লাগার কথা না।
সেটটিতে 5MP rear camera (2592x1944 pixels, LED flash) এবং VGA front camera ব্যাবহার করা হয়েছে। Rear camera দিয়ে শো-রুমের লাইটের আলোতে তোলা ছবির সাইজ ১.৮মেগাবাইট দেখেছি। সুতরাং, যারা মোবাইল দিয়ে টুকটাক ফটোগ্রাফি করেন, তাদের জন্য একেবারে খারাপ বলা যায় না, দাম অনুযায়ী। আর, ভিডিও রেকর্ডিং কোয়লিটিও খারাপ দেখলাম না, একই পরিবেশে ১৯সেকেন্ডের একটি ভিডিউ ক্লিপ সাউন্ড সহ ৫.৩ মেগাবাইট দেখলাম। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে একই পরিবেশে ছবি ২৯৮কিলোবাইট, আর ভিডিও ক্লিপ(১৩সেকেন্ড) ৯৫৬ কিলোবাইট দেখলাম।
সেটটি dual-sim supported, অর্থাৎ, ২টি সিম স্লটের একটিতে ৩জি এবং অন্যটি ২জি সিম ইউজ করা যাবে। ফ্রন্ট ক্যামেরা থাকায় ৩জি ভিডিও কলিং’এর সুবিধা তো থাকছেই।
স্মার্টফোনটিতে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ৪.২.১ (জেলীবিন) ভার্সন দেয়া হয়েছে। সেটটির ইন্টারফেইসে কোনো ল্যাগ দেখলাম না, একেবারে স্মুথ দেখলাম, touch sensibility বেশ ভালোই বলা যায়।
সেটটিতে Mx Player দিয়ে ৭২০পি, অর্থাৎ এইচডি ভিডিও দেখলাম ল্যাগ ছাড়া চলে, কিন্তু ১০৮০পি, বা ফুল এইচডি ভিডিওতে হাল্কা ল্যাগ দেখলাম।
সাউন্ড বা মিউজিক কোয়ালিটি দাম অনুযায়ী ভালোই লেগেছে, মিউজিক প্রেমী, কিন্তু বাজেট কম, তাদের জন্য খারাপ হবে না।
সেটটিতে কাজের মোটামুটি প্রায় সব সেন্সরই দেয়া হয়েছে, যেমনঃ Accelerometer Sensor, light Sensor, Orientation Sensor, Proxility Sensor, Sound Sensor, এবং Magnetic Sensor, যার প্রত্যেকটিই ভালোভাবে কাজ করে।
ওয়াইফাই use করেছিলাম, অনেক স্মুথলি গুগল প্লে স্টোরে ঢুকলো। স্পীড বেশ ভালোই। GPS চালু করে Google maps এ ঢুকলাম...ভালোই ডিটেক্ট করলো।
সেটটি পুরো ১ ঘন্টা কাজের উপর থাকার পরেও তেমন গরম হয়েছে অনুভূত হয়নি। সেটটিতে 2250mAh এর Li-ion battery দেয়া হয়েছে, যার চার্জ ব্যাক-আপ ভালোই বলা যায়, ১ ঘন্টায় ৪১% থেকে ৩৫%’এ এসেছে।
এবার আসা যাক Antutu Benchmak score’এ...টেস্ট করে দেখা গেলো, সেটটির স্কোর উঠেছে ১৩৬৫১, এইচটিসি ওয়ান এক্স’এর পরেই অবস্থান।
Walton’এর Primo N series এখন পর্যন্ত এটি ৩য় সেট, এবং এটিই সবচেয়ে কমদামী সেট। Rebranded set’এর বাজারে ১২১৯০টাকা বা এর কাছাকাছি মূল্যের স্মার্টফোন বলতে এখন বাজারে আছে Symphony Xplorer W125।
সিম্ফনীএর এই মডেলের সেটটির সাথে Walton Primo N এর স্পেসিফিক্যাশন্স প্রায় একই রকম লাগলেও প্রকৃতপক্ষে, Symphony Xplorer W125 বেশ এগিয়ে। Symphony Xplorer W125 সেটটিতে Walton Primo N থেকেও সেন্সর বেশি পাবেন, এবং Walton Primo N থেকে Symphony Xplorer W125’এর ডিস্প্লে কোয়ালিটিও বেশ ভালো (IPS Capacitive full touchscreen, qHD)। তবে, বড় স্ক্রীন যদি খুব বেশিই দরকারী হয়, তবে Walton Primo N খারাপ হওয়ার কথা না...। J
সেটটি কিভাবে রুট করবেন??
Install framaroot apk ( http://www.2shared.com/file/xp1BqUuJ/Framaroot-153.html ) >launch>select "install supersu" from the pop-up list>tap on borimor>phone will ask u reboot>ok
হয়ে গেছে!
এইতো...মোটামুটি হালচাল of Walton Primo N...
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।