আমাদের কথা খুঁজে নিন

   

নবীগঞ্জে বাসচাপায় নিহত ২

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় বাসচাপায়   অজ্ঞাতপরিচয় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এতে আরও এক নারী আহত হন।

অজ্ঞাতপরিচয় আহত নারীকে (৩৫) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বিকেল সোয়া ৩টায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, ঢাকা থেকে সিলেটগামী সুরমা এক্সপ্রেসের একটি বাস নবীগঞ্জের আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনের কাছে ঢাকামুখী একটি প্রাইভেটকারকে চাপা দেয়।

এতে কারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত ও অপর এক পুরুষ ও এক নারী যাত্রী আহত হন।

আহতদের মধ্যে পুরুষ যাত্রীকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত নারী যাত্রীকে সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।