আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েদের মন তাই কচুপাতাজল

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। বলেছিলে, থাকবে, দুযোর্গে ক্ষরায় কিংবা অনাহারে অর্ধাহারে কিংবা গাছতলা। আমি শেয়ার ধসে একটু মুটিয়ে গেছি তাতেই তুমি যেতে চাও।

আমার চোখে শুধু একটু ঘোলা পানি জমেছে তাতেই তুমি অনীহার শব্দমালা ছুঁড়ে দিতে চাও, তোমার অঙ্গীকার কচুপাতাজল ভালোবাসো শুধু পুরুষ প্রবল। পুরুষের পরাক্রম যদি ক্ষয়ে যায় প্রেম প্রণয় তখন পালায় যে কোথায়? মেয়েদের মন তাই কচুপাতাজল সময়ের চাপে শুধু করে টলমল। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।