আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউঃ দা উলফ অফ ওয়াল স্ট্রিট (২০১৩)

আশা ছলনে, আশার কূহকে

আপনি কি 'ডেস্টিনি' টাইপের মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানীর ফাদে পড়েছেন কখনও? আপনি কি শেয়ার বাজারে বিনিয়োগ করে ধরা খেয়েছেন? বুঝতে পারছেন না কি থেকে কি হয়ে গেল? তাহলে 'দা উলফ অফ ওয়াল স্ট্রিট' দেখতে বসে পড়ুন। প্রায় তিন ঘন্টার মহাকাব্যিক এই সিনেমাটি এক বসায় শেষ করে ফেলুন, আশা করি মাইকেল স্করসিস পরিচালিত সিনেমাটি আপনার কাছে আগ্রহউদ্দীপক বলেই মনে হবে।

ব্যাক্তিগত অভিজ্ঞতা দিয়েই শুরু করা যাক। আমি তখন কলেজে পড়ি। সেই সময় হঠাৎ আমাদের এলাকায় মাল্টি লেভেল মার্কেটিং (এম এল এম) কোম্পানী এল, নাম 'নিউ ওয়ে'।

অল্প দিনে ধনী হওয়ার 'নতুন রাস্তা' পেয়ে সবাই ঝাপিয়ে পড়ল। বাতাসে কান পাতলেই শোনা যায়, ডানহাত-বামহাত, এক সাইকেল-দুইসাইকেল ইত্যাদি। রাস্তায় বেরুলেই অন্তত ১০-১২ জন আমাকে ছেঁকে ধরে, কেউ আমাকে তার ডানহাত আবার কেউবা বামহাত বানাতে চায়। আমি দরিদ্র, তাদের আহবানে সাড়া দিয়ে ৩৬০০ টাকা দেয়ার সাধ্য আমার নেই, লোকজনের টাকা কামানোর গল্প শুনি আর মনমরা হয়ে ঘুরি। এম এল এম এর এমনই জাদু, আপনি যত বেশী বুঝবেন, এর চোরাবালিতে আপনি ততই ডুববেন।

এই ফাঁদে চালাকরাই ধরা পড়ে, বোকারা বেঁচে যায়। তো, এলাকায় এম এল এম এর জোয়ার এসেছে। গ্রামের বেকার ছেলে পেলে সব 'এক্সিকিউটিভ' হয়ে গেছে। গ্রামের চায়ের দোকানে লুঙ্গি পরে সারাদিন আড্ডা দেয়া ছেলেটা আজকাল গলায় টাই লাগিয়ে অফিসে যায় আর ডানহাত-বামহাত ধান্দা করে। চায়ের দোকানের রাজনীতি বিশ্লেষকরা এই টাইয়ের নাম দিল 'কুত্তার জিহ্বা'।

আমি ততদিনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। এক সেমিস্টার পরে বাড়ী গিয়ে দেখি, সব ঠান্ডা। হাতের হিসাব নেই, সাইকেলের হিসাব নেই, 'এক্সিকিউটিভ' সাহেব লুঙ্গি পরে চায়ের দোকানে মনমরা হয়ে বসা, 'কুত্তার জিহ্বা' লাপাত্তা। আমি মহা ধন্দে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? উত্তর পাওয়া গেল, 'হায় হায়' কোম্পানীটি বন্ধ হয়ে গেছে।

'হায় হায়' কোম্পানী? জানা গেল, চায়ের দোকানের আলোচককরা আজকাল এম এল এম কোম্পানী কে 'হায় হায়' কোম্পানী বলে ডাকেন।

'দা উলফ অফ ওয়াল স্ট্রিট' নামটি দেখে যদি আপনার মনে হয় সিনেমাটি কাঠখোট্টা থিউরিতে ভরপুর, তাহলে আপনি ভুল করবেন। সিনেমার নাম দেখেই বুঝতে পারছেন এটি একটি শেয়ার জালিয়াতির কাহিনী। আশি ও নব্বই দশকে বাস্তব চরিত্র 'জর্ডান বেলফোর্ট' এর জীবনের উত্থান পতন, শেয়ার জালিয়াতি, দুর্নীতি ইত্যাদি দেখানো হয়েছে। পরিচালক শেয়ার জালিয়াতির চেয়ে 'জর্ডান বেলফোর্ট' এর জীবনকে সেলুলয়েডে ধরতে চেয়েছেন, তার উত্থান, উদ্দাম জীবন, অসাধারণ সেলসম্যানশীপ, তারপর পতন, পারিবারিক জীবনের অশান্তি।

সিনেমাটির দুটি দিক রয়েছে, আপনি কি শেয়ার জালিয়াতি, দুর্নীতি ইত্যাদি বুঝতে চান? তাহলে মনোযোগ দিয়ে দেখুন। অথবা আপনি কি একজন উচ্চাকাঙ্খী সেলসম্যানকে অনুভব করতে চান, যে যেকোন প্রকারে ধনী হতে চায়, আর দুনিয়ার যেকোন বস্তু বিক্রি করার ক্ষমতা যার আছে? তাহলে এক বসায় সিনেমাটি দেখুন।

"দা উলফ অফ ওয়াল স্ট্রিট' এ লিওনার্দো ডি ক্যাপ্রিও কে দেখে নতুন করে তার ভক্ত হলাম, 'দা গ্রেট গেটসবি' র পর তার মুকুটে আরেকটি পালক যুক্ত হল। মাইকেল স্করসিসের ভক্ত ছিলাম আগে থেকেই, শ্রদ্ধাটা আরও বাড়ল। সহ চরিত্রে প্রত্যেকে ভাল করেছেন।



সিনেমাটি "আর' রেটেড, অস্পস্ট ন্যায়নীতি ইস্যু, সেক্সুয়াল বিষয়াদি, মাদকের ব্যবহার, অশ্লিলতা ইত্যাদি কারণে সিনেমাটির যথেষ্ট সমালোচনা হয়েছে। তবে আগেই বলেছি, সিনেমাটিতে কি দেখবেন বা খুজবেন সেটা আপনার বিবেচনা।

তো, দেখে ফেলুন, 'দা উলফ অফ ওয়াল স্ট্রিট', হ্যাপি মুভি টাইম।

ডাউনলোড লিঙ্ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.