আমাদের কথা খুঁজে নিন

   

ডিউক অব উইন্ডসর

ও বিষের বাঁশী শুনে ঘরে থাকা দায় ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের বড় ছেলে, যাকে আনুষ্ঠানিকভাবে যুবরাজ (Prince of Wales) বলে ঘোষনাও দেয়া হয়েছিল। ১৯৩৬ সালে যখন বাবার মৃত্যু হল তখন ২০শে জানুয়ারী তিনি ইংল্যান্ডের রাজা হলেন অষ্টম এডওয়ার্ড নাম নিয়ে। কিন্তু তারপর যথানিয়মে রাজ্যভিষেক হয়ে রাজ মুকুট মাথায় পরে সিংহাসনে বসার আগেই এই বছরের ১১ই ডিসেম্বর তিনি নিজের ইচ্ছা্য় সিংহাসন ছেড়ে গেলেন। অথচ তিনি কপিলাবস্তুর রাজা শুদ্ধোধনের পুত্র শাক্য সিংহের মত সংসারত্যাগী হয়ে রাতের আঁধারে ঘর ছেড়ে পালিয়ে গেলেন না। বরং বলতে হয়, সংসারের মায়াডাকেই তিনি রাজার সিংহাসন ত্যাগ করলেন।

মিসেস স্যাম্পসন নামে এক সাধারণ বিধবা ভদ্রমহিলাকে তিনি কথা দিয়েছিলেন তাঁকে বিয়ে করবেন বলে। তাঁর সিংহাসন লাভের পর বিলেতের পার্লামেন্ট মহাসভা বললেন, দেশের নিয়মে রাজা বিধবা এবং সাধারণ কোন মহিলাকে স্ত্রীরূপে গ্রহণ করতে পারেন না। তিনি বললেন, আমি তাঁকে কথা দিয়েছি বিয়ে করবো বলে। সে কথা ফিরিয়ে নিতে পারবো না। এই সোজা-সহজ কথাটি বলে তিনি নির্বিবাদে রাজার সিংহাসনই ছেড়ে দিলেন।

ইংল্যান্ডের ইতিহাস তাই তাঁকে একজন তুলনাহীন ভদ্রলোক বলা হয়। পরে তাঁর ছোট ভাই ষষ্ঠ জর্জ নাম নিয়ে রাজা হলেন এবং রাজা হয়ে বড় ভাইকে সম্মানিত 'ডিউক অব উইন্ডসর' উপাধি দিয়ে তাঁকে বাহামাস রাজ্যের গভর্ণর নিযুক্ত করলেন। লোকে অষ্টম এডওয়ার্ড নামটি আজ ভুলে গেছেন। দেশের লোকের মনে 'ডিউক অব উইন্ডসর' নামেই তিনি বেঁচে রয়েছেন। সূত্র: বড় মানুষদের ছোটকালের কথা -- সৈয়দ আবদুস সুলতান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।