আমাদের কথা খুঁজে নিন

   

মাল্টিপ্ল্যান সেন্টারে অগ্নিকাণ্ড

শনিবার হ্যাটট্রিক করেছেন ম্যানচেস্টার সিটির ইয়াইয়া তোরেও। ফুলহ্যামকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

প্রতিপক্ষের মাঠে মিডফিল্ডার জর্ডন ও স্ট্রাইকার ফ্রেইজার ক্যাম্পবেলের গোলে দু'দুবার পিছিয়ে পড়লেও আক্রমণভাগের দৃঢ়তায় জয় নিয়ে ভাবতে হয়নি লিভারপুল।

উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেস ও স্লোভাকিয়ার ডিফেন্ডার মার্টিন স্কার্টেলের জোড়া গোল এবং স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজের গোলে এক সময় ৫-২ গোলে এগিয়েও যায় তারা।

৮০ মিনিটে স্বাগতিক মিডফিল্ডার জর্ডন ব্যবধান কমালেও ‘ইনজুরি’ সময়ে সুয়ারেসের হ্যাটট্রিক পূর্ণ করা গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

এই হ্যাটট্রিকের ফলে ২৮ গোল নিয়ে ইপিএলের গোলদাতার তালিকার শীর্ষে সুয়ারেসের অবস্থান আরো সুসংহত হলো।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটির প্রথম তিনটি গোলই করেন আইভরি কোস্টের মিডফিল্ডার তোরে। ২৬ ও ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। আর ৬৫ মিনিটে ফরাসি মিডফিল্ডার সামির নাসরির পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন তোরে। ফলে দলের জয়টাও একরকম নিশ্চিত হয়ে যায়।

৮৪ মিনিটে ব্রাজিলের মিডফিল্ডার ফার্নানদিনিয়ো ও ৮৮ মিনিটে আর্জেন্টিনার ডিফেন্ডার মার্তিন দেমিচেলিসের গোলে বড় জয় নিশ্চিত হয় গতবারের রানার্সআপদের।

লিগে লিভারপুল ও ম্যান সিটির, দু’দলেরই এটা বিংশতম জয়। ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে লিভারপুল। ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যান সিটি।

আর ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে চেলসি।

দিনের প্রথম ম্যাচে 'লন্ডন ডার্বিতে' আর্সেনালকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে কোচ জোসে মরিনিয়োর চেলসি।

ইপিএলে দিনের অন্যান্য ম্যাচে এভারটন ৩-২ গোলে সোয়ানসি সিটিকে, হাল সিটি ২-০ গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে, নিউক্যাসল ইউনাইটেড ১-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে ও নরিচ সিটি ২-০ গোলে সান্ডারল্যান্ডকে হারিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।