আমি পেশায় একজন স্পীচ থেরাপিষ্ট কিন্তু ব্লগ পড়া আমার নেশা। আর একটা নেশা আছে সেটা হল মুক্তিযুদ্ধের আসল ইতিহাস প্রতিটা মানুষের কাছে পৌছে দেয়া। আমি সে চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি। আমি কোন ভালো লেখক নই কিন্তু আমি একজন ভালো পাঠক। রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের দুটি তলায় আজ শনিবার সকালে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
ফায়ার সার্ভিসের মবিলাইজিং কর্মকর্তা (এমও) মো. ফরহাদুজ্জামান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, সকাল সাড়ে ১০টার দিকে দশতলা ভবনটির চতুর্থ ও পঞ্চম তলায় আগুন লাগে। সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে কর্তব্যরত নিরাপত্তাকর্মী ও আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
তাত্ক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। ----- সূত্র প্রথম আলো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।