সোসাল বুকমার্কিং এখনও SEO করার অন্যতম হাতিয়ার। সাইটের ভিজিটর বাড়াতে, গুগল পেজ রেঙ্ক পেতে অথবা এলেক্সা রেঙ্ক কমাতে সোসাল বুকমার্কিং খুবই কার্যকরী ভূমিকা পালন করে। অনেকেই শতাধিক সোসাল বুকমার্কিং সাইটে বুকমার্কিং করেও প্রত্যাশিত ফলাফল পান না। কারন তারা না জেনেই চোখ বন্ধ করে বুকমার্কিং করে গেছেন। যাই হোক এখানে নিজস্ব রিসার্স এর মাধ্যমে আমি ২০১৪ সালের সেরা ১০টি সোসাল বুকমার্কিং সাইট লিষ্ট তৈরি করেছি প্রয়োজন হলে দেখে নিতে পারেন।
লিষ্টটি করা হয়েছে ট্রাফিক এর উপর বেস করে। অর্থাৎ যে সাইট থেকে সবচেয়ে বেশি ট্রাফিক পাওয়া যায় সেটি ১ এ, তার পরে যে সাইট থেকে বেশি ট্রাফিক পাওয়া যায় সেটি ২ এ, এভাবে ক্রমান্বয়ে।
SL | Site Address | PR | Alexa Rank | Avowzone Comment |
1 | http://www.stumbleupon.com | 8 | 151 | Best (10 out of 10) |
2 | https://www.diigo.com | 7 | 2098 | Best (9 out of 10) |
3 | http://www.reddit.com | 8 | 62 | Best (10 out of 10) |
4 | http://www.tumblr.com | 8 | 35 | Best (10 out of 10) |
5 | http://digg.com | 7 | 500 | Best (9 out of 10) |
6 | http://slashdot.org | 7 | 1625 | Best (10 out of 10) |
7 | https://www.xing.com | 9 | 368 | Best (10 out of 10) |
8 | https://delicious.com | 8 | 1194 | Best (8 out of 10) |
9 | http://www.newsvine.com | 7 | 3776 | Best (7 out of 10) |
10 | http://www.squidoo.com | 6 | 824 | Best (7 out of 10) |
আশা করি উপরের লিষ্টটি আপনার অনেক উপকারে আসবে। ২০১৪ সালের সেরা ১০টি সোসাল বুকমার্কিং সাইট লিষ্ট সম্পর্কে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।
এরকম টিপস বা আরও নতুন ব্লগিং টিপস পেতে নিয়মিত ভিজিট করুন আমার ব্লগ।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।